বুধবার, ৩ সেপ্টেম্বর ২০২৫

গুলিস্তানে গ্রেপ্তার বাকপ্রতিবন্ধী সাইদ শেখ জামিনে মুক্ত

আওয়ামী লীগের ঝটিকা মিছিলে অংশ নেওয়ার অভিযোগে গ্রেপ্তার হওয়া বাকপ্রতিবন্ধী সাইদ শেখকে জামিন দিয়েছেন আদালত।

ছবি: সংগৃহীত

বাংলাফ্লো প্রতিনিধি

ঢাকা: গুলিস্তানের গোলাপশাহ মাজারের পাশে আওয়ামী লীগের ঝটিকা মিছিলে অংশ নেওয়ার অভিযোগে গ্রেপ্তার হওয়া বাকপ্রতিবন্ধী সাইদ শেখকে জামিন দিয়েছেন আদালত। মঙ্গলবার (২ সেপ্টেম্বর) ঢাকার অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম জাকির হোসাইন এ আদেশ দেন।

রাষ্ট্রপক্ষের আইনজীবী মুহাম্মদ শামছুদ্দোহা সুমন সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে গত ২৪ আগস্ট গুলিস্তানের ওই মিছিল থেকে সাইদ শেখসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়। সন্ত্রাসবিরোধী আইনে করা মামলায় বাকি দুই আসামি হলেন—রাজু আহমেদ ও শেখ মো. শাকিল।

গ্রেপ্তারের পর ২৫ আগস্ট তিন আসামিকে আদালতে হাজির করে কারাগারে পাঠানোর আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা পল্টন মডেল থানার এসআই মাকসুদুল হাসান। তিনি আদালতে সাইদ শেখকে বাকপ্রতিবন্ধী হিসেবেও উল্লেখ করেন।

বাংলাফ্লো/সিএস


Post Reaction

👍

Like

👎

Dislike

😍

Love

😡

Angry

😭

Sad

😂

Funny

😱

Wow

Leave a Comment

Comments 0