বুধবার, ৩ সেপ্টেম্বর ২০২৫

শরীর ঢেকে রাখলেই নারীদের সুন্দর লাগে—সালমান খান

সালমানের সিনেমার সেটে কোনো অভিনেত্রীর ছোট পোশাক বা ক্লিভেজ দেখা যায় এমন পোশাক পরে আসা সম্পূর্ণ নিষিদ্ধ।

ছবি-সংগৃহীত

এন্টারটেইনমেন্ট ডেস্ক

ঢাকা: প্রায় সাড়ে তিন দশক ধরে বলিউডে রাজত্ব করছেন সুপারস্টার সালমান খান। এই দীর্ঘ সময়ে তিনি যেমন বহু নতুন নায়িকার ক্যারিয়ার গড়ে দিয়েছেন, তেমনই তাঁর সিনেমার সেটে বজায় রেখেছেন কিছু কঠোর নিয়ম। সম্প্রতি তাঁর ‘জয় হো’ সিনেমার নায়িকা এবং ঘনিষ্ঠ সহকর্মী ডেইজি শাহ জানিয়েছেন, সালমানের সিনেমার সেটে নারীদের পোশাক নিয়ে এক বিশেষ বিধিনিষেধ রয়েছে, যা সবাইকে মেনে চলতে হয়।

ডেইজি শাহ জানান, সালমানের সিনেমার সেটে কোনো অভিনেত্রীর ছোট পোশাক বা ক্লিভেজ দেখা যায় এমন পোশাক পরে আসা সম্পূর্ণ নিষিদ্ধ। তিনি বলেন, ২০২১ সালে মুক্তিপ্রাপ্ত ‘অন্তিম’ ছবির শুটিংয়েও এই নিয়ম কঠোরভাবে পালন করা হয়েছে এবং সেটে কেউ ছোট পোশাক পরে কাজ করতে পারেননি।

এই নিয়মের পেছনের কারণ হিসেবে ডেইজি সালমান খানের দৃষ্টিভঙ্গির কথা তুলে ধরেন। তিনি বলেন, “সালমানের মতে- শরীর প্রদর্শনের চেয়ে শরীর ঢেকে রাখা মেয়েদের আরও সুন্দর করে তোলে। তাই তিনি চান না, কোনো অভিনেত্রীকে তার ছবিতে কেবল ‘শো-পিস’ হিসেবে ব্যবহার করা হোক।”

সালমান খান ১৯৮৮ সালে বলিউডে তাঁর যাত্রা শুরু করেন। দীর্ঘ এই ক্যারিয়ারে তিনি বহু নায়িকাকে সুযোগ দিয়েছেন এবং তাঁদের অভিভাবক হিসেবেও পাশে থেকেছেন। তাঁর সেটের এই নিয়মটিকে অনেকেই নারী সহকর্মীদের প্রতি তাঁর সম্মান এবং সুরক্ষামূলক মনোভাবের প্রতিফলন হিসেবেই দেখেন। যদিও বিষয়টি নিয়ে নানা মহলে বিভিন্ন মত রয়েছে, তবে সালমানের এই নীতি তাঁর ইন্ডাস্ট্রিতে এক স্বতন্ত্র পরিচয় তৈরি করেছে।

বাংলাফ্লো/এইচএম 

Post Reaction

👍

Like

👎

Dislike

😍

Love

😡

Angry

😭

Sad

😂

Funny

😱

Wow

Leave a Comment

Comments 0