এন্টারটেইনমেন্ট ডেস্ক
ঢাকা: “মা রে, আমি যদি জমিদার হইতাম, আমার জমিদারি এক খোঁচা দিয়া লিখে দিতাম।”— গত ঈদে মুক্তি পাওয়া ব্যবসাসফল সিনেমা ‘উৎসব’-এর এই একটি সংলাপ হাজারো দর্শকের চোখ ভিজিয়েছে। সিনেমার ক্লাইম্যাক্স দৃশ্যে, ‘খাইষ্টা জাহাঙ্গীর’ চরিত্রে অভিনয় করা জাহিদ হাসান যখন তাঁর সদ্য খুঁজে পাওয়া মেয়ের উদ্দেশে এই কথাগুলো বলেন, তখন তা হয়ে ওঠে সিনেমার সবচেয়ে আবেগঘন মুহূর্ত। সম্প্রতি এক টেলিভিশন সাক্ষাৎকারে জাহিদ হাসান জানিয়েছেন, কোন আবেগ থেকে তিনি এই সংলাপটি বলেছিলেন।
সাক্ষাৎকারে তাঁকে প্রশ্ন করা হয়, কোন আবেগ থেকে তিনি এই বিখ্যাত সংলাপটি বলেছিলেন? উত্তরে জাহিদ হাসান এক ব্যক্তিগত অনুভূতি প্রকাশ করেন। তিনি বলেন, “প্রত্যেকটা বাবার ভেতরেই একটা আবেগ থাকে। ওই দৃশ্য করতে গিয়ে আমার নিজের মেয়ের কথাই মনে পড়েছিল। ছোট ছোট কিছু অভিজ্ঞতা আছে, যা অনেকেই রিলেট করতে পারবে, আবার কেউ পারবে না।”
তিনি ‘খাইষ্টা জাহাঙ্গীর’ চরিত্রটি নিয়ে আরও বলেন, “আমি চেষ্টা করেছি খাইষ্টা জাহাঙ্গীরকে এমনভাবে তুলে ধরতে, যাতে বোঝা যায়, ভেতরে ভেতরে সে সবাইকেই ভালোবাসতো। ...ভাইগ্না যখন আমাকে গিফট দেয়, আমি সেটাকে জড়িয়ে ধরতে চাই, কিন্তু জীবনে কাউকে তো কাছে পাইনি। এই ইনসিকিওরিটি থেকেই একধরনের রাগ তৈরি হয়।”
তানিম নূর পরিচালিত ‘উৎসব’ সিনেমায় জাহিদ হাসানের অভিনয় এতটাই প্রশংসিত হয়েছে যে, অনেক দর্শকই সিনেমাটিকে তাঁর জন্য ‘ওয়ান ম্যান শো’ বলে অভিহিত করেছেন। অনেকেই মনে করেন, জাহিদ হাসান যদি ‘খাইষ্টা জাহাঙ্গীর’ হয়ে উঠতে না পারতেন, তবে ‘উৎসব’ হয়তো একটি ব্যর্থ প্রকল্পে পরিণত হতো।
উল্লেখ্য, স্বনামধন্য মডেল ও অভিনেত্রী সাদিয়া ইসলাম মৌকে বিয়ে করে জাহিদ হাসান দীর্ঘ ২৭ বছরেরও বেশি সময় ধরে সুখী দাম্পত্য জীবন কাটাচ্ছেন। তাঁদের সংসারে রয়েছে দুই সন্তান— মেয়ে জোহায়রা জাহিদ পুষ্পিতা এবং ছেলে জারিফ জাহিদ সাইম।
বাংলাফ্লো/এইচএম
Like
Dislike
Love
Angry
Sad
Funny
Wow
Comments 0