এন্টারটেইনমেন্ট ডেস্ক
ঢাকা: ‘তাকদীর’ ওয়েব সিরিজে অভিনয় করে দর্শক মহলে ব্যাপক পরিচিতি পাওয়া অভিনেত্রী সাদিয়া আয়মান এখন ছোট পর্দার এক জনপ্রিয় মুখ। অভিনয়ের পাশাপাশি বিজ্ঞাপনের মডেল হিসেবেও তিনি বেশ কিছু জনপ্রিয় ব্র্যান্ডের সঙ্গে যুক্ত। পর্দায় তাঁকে প্রায়শই গ্ল্যামারাস রূপে দেখতে অভ্যস্ত দর্শক। কিন্তু পর্দার পেছনের সাদিয়া আয়মান কেমন? তাঁর ব্যক্তিগত পছন্দ-অপছন্দগুলো কী কী? সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি তাঁর মেকআপ ও কেনাকাটা নিয়ে নানা মজার তথ্য দিয়েছেন, যা থেকে তাঁর সাদামাটা জীবনযাপন সম্পর্কে ধারণা পাওয়া যায়।
মেকআপ নিয়ে অনাগ্রহ: একজন অভিনেত্রী ও মডেল হিসেবে মেকআপ তাঁর পেশার এক অবিচ্ছেদ্য অংশ হলেও, সাদিয়া জানালেন, ব্যক্তিগতভাবে তিনি মেকআপ করতে মোটেও পছন্দ করেন না। তিনি বলেন, “খুবই তাড়াতাড়ি মেকআপ করতে পারি, মেকআপ না করলে বেশি খুশি হই। মেকআপ করতে খুব একটা ভালো লাগে না।”
এর পেছনের কারণ হিসেবে তিনি এর ব্যয়বহুল দিকটি তুলে ধরেন। তাঁর মতে, “মেকআপের সবকিছুই দামি হয়, ফাউন্ডেশন থেকে শুরু করে লিপস্টিক। সবই মোটামুটি ব্যয়বহুল।”
কেনাকাটার প্রতি ভালোবাসা: মেকআপে অনাগ্রহ থাকলেও, কেনাকাটা করতে বেশ ভালোবাসেন সাদিয়া আয়মান। তিনি জানান, গত ছয় থেকে সাত মাস কোনো কেনাকাটা না করায়, এবারের ঈদে তিনি মন ভরে শপিং করেছেন। দেশের বাইরে কেনাকাটা করার অভিজ্ঞতা নিয়ে তিনি বলেন, “থাইল্যান্ডে অনেক কিছু পাওয়া যায়। দেশের বাইরে যেখানেই যাই, সেখান থেকে কিছু না কিছু কিনে নিয়ে আসি।”
সব মিলিয়ে, সাদিয়া আয়মানের এই সহজ-সরল স্বীকারোক্তিগুলো তারকা জীবনের আড়ালের সাধারণ মানুষটিকেই ভক্তদের সামনে তুলে ধরে। তাঁর এই অকপট ভঙ্গিই তাঁকে ভক্তদের কাছে আরও বেশি রিলেটেবল এবং প্রিয় করে তুলেছে।
বাংলাফ্লো/এইচএম
Like
Dislike
Love
Angry
Sad
Funny
Wow
Comments 0