এন্টারটেইনমেন্ট ডেস্ক
ঢাকা: ঢালিউডের জনপ্রিয় অভিনেত্রী নুসরাত ফারিয়া বর্তমানে কানাডার মন্ট্রিয়লে অবকাশ যাপন করছেন। সেখান থেকেই তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করেছেন একগুচ্ছ ছবি, যা প্রকাশের সঙ্গে সঙ্গেই তাঁর ভক্ত-অনুরাগীদের নজর কেড়েছে। ছবিগুলোতে তাঁকে বেশ হাসিখুশি এবং প্রাণবন্ত দেখাচ্ছে।
শেয়ার করা ছবিগুলোতে নুসরাত ফারিয়াকে একটি স্টাইলিশ সাদা পোশাকে দেখা যায়। চোখে রোদচশমা এবং খোলা চুলে তাঁকে বেশ আকর্ষণীয় লাগছিল। ছবিগুলো শেয়ার করে তিনি ক্যাপশনে লিখেছেন, “সাদা পোশাকে ওটা তোমার মেয়ে।”
তাঁর এই পোস্টে ভক্তরা ভালোবাসায় ভরিয়ে দিয়েছেন।
একজন লিখেছেন, “আগের চেয়েও সুন্দর লাগছে দেখতে।”
আরেকজন মন্তব্য করেছেন, “সাদা পোশাকে তোমাকে খুব সুন্দর লাগছে।”
উল্লেখ্য, নুসরাত ফারিয়া তাঁর কর্মজীবন শুরু করেছিলেন একজন রেডিও জকি (আরজে) হিসেবে। এরপর মডেলিং এবং বিজ্ঞাপনের মাধ্যমে তিনি শোবিজ অঙ্গনে পরিচিতি লাভ করেন। ২০১৫ সালে ভারত-বাংলাদেশ যৌথ প্রযোজনার ছবি ‘আশিকী’-তে অঙ্কুশ হাজরার বিপরীতে অভিনয়ের মাধ্যমে তাঁর চলচ্চিত্রে অভিষেক হয়। প্রথম ছবিটিই বাণিজ্যিকভাবে সফল হয় এবং তাঁকে তারকাখ্যাতি এনে দেয়।
কাজের ফাঁকে ফারিয়ার এই ভ্রমণবিলাস তাঁর ভক্তদের জন্যও এক দারুণ আনন্দের খোরাক।
বাংলাফ্লো/এইচএম
Like
Dislike
Love
Angry
Sad
Funny
Wow
Comments 0