বৃহস্পতিবার, ৪ সেপ্টেম্বর ২০২৫

সিদ্ধার্থ-কিয়ারার মেয়ের এআই দিয়ে তৈরি ছবি ভাইরাল

মেয়ের জন্মের পর সিদ্ধার্থ ও কিয়ারা পাপারাজ্জিদের মিষ্টি বিতরণ করে অনুরোধ করেছিলেন, যেন তাঁদের মেয়ের কোনো ছবি তোলা না হয়।

ছবি-সংগৃহীত

এন্টারটেইনমেন্ট ডেস্ক

ঢাকা: চলতি বছরের জুলাই মাসে কন্যাসন্তানের বাবা-মা হয়েছেন বলিউডের জনপ্রিয় জুটি সিদ্ধার্থ মালহোত্রা এবং কিয়ারা আদভানি। জন্মের পর থেকেই তাঁরা মেয়ের গোপনীয়তা বজায় রাখার জন্য মিডিয়া এবং পাপারাজ্জিদের কাছে অনুরোধ জানিয়েছিলেন। কিন্তু সম্প্রতি, কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই ব্যবহার করে তৈরি করা তাঁদের মেয়ের কিছু ভুয়া ছবি সামাজিক মাধ্যমে ভাইরাল হয়ে গেছে, যা নিয়ে এই তারকা দম্পতি এক অস্বস্তিকর পরিস্থিতির মুখে পড়েছেন।

ভাইরাল হওয়া ছবিগুলোতে দেখা যায়, সিদ্ধার্থ এবং কিয়ারা তাঁদের মেয়েকে কোলে নিয়ে আছেন। ছবিগুলো এতটাই নিখুঁতভাবে এডিট করা হয়েছে যে, প্রথমে অনেকেই সেগুলোকে সত্যি বলে ধরে নিয়েছিলেন। কিন্তু পরে জানা যায়, এগুলো সম্পূর্ণ ভুয়া এবং এআই দিয়ে তৈরি। এই ঘটনায় অনেকেই তারকাদের ব্যক্তিগত গোপনীয়তা লঙ্ঘনের বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছেন।

এর আগে, মেয়ের জন্মের পর সিদ্ধার্থ ও কিয়ারা পাপারাজ্জিদের মিষ্টি বিতরণ করে অনুরোধ করেছিলেন, যেন তাঁদের মেয়ের কোনো ছবি তোলা না হয়। তাঁরা বলেছিলেন, “আমাদের কন্যা এসেছে! এই বিশেষ মুহূর্তে সামান্য মিষ্টি ভাগাভাগি করলাম। দয়া করে ছবি নয়, শুধু আশীর্বাদ চাই।”

আনুষ্কা শর্মা, আলিয়া ভাট, রানি মুখার্জির মতো অনেক তারকাই তাঁদের সন্তানদের গোপনীয়তা রক্ষার জন্য মিডিয়ার কাছে অনুরোধ জানিয়ে আসছেন। সিদ্ধার্থ-কিয়ারার ক্ষেত্রেও এই ভুয়া ছবির ঘটনাটি প্রমাণ করে, তারকা সন্তানদের জীবন কতটা প্রচারের আলোয় থাকে।

বর্তমানে সিদ্ধার্থ মালহোত্রা তাঁর সদ্য মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘পরম সুন্দরী’-এর সাফল্য উপভোগ করছেন। নতুন ছবির আনন্দ এবং কন্যাসন্তানের আগমনের এই খুশির সময়ে, মেয়ের ভুয়া ছবি নিয়ে এই বিড়ম্বনা নিঃসন্দেহে তাঁদের জন্য এক অস্বস্তির কারণ হয়ে দাঁড়িয়েছে।

বাংলাফ্লো/এইচএম  

 

Post Reaction

👍

Like

👎

Dislike

😍

Love

😡

Angry

😭

Sad

😂

Funny

😱

Wow

Leave a Comment

Comments 0