এন্টারটেইনমেন্ট ডেস্ক
ঢাকা: তিন বছর আগে একসঙ্গে তিনটি নাটকে জুটি বেঁধে অভিনয় করেছিলেন জনপ্রিয় সংগীতশিল্পী-অভিনেতা তাহসান খান এবং অভিনেত্রী বিদ্যা সিনহা মিম। ‘আদার হাফ’, ‘অবশেষে’ ও ‘মরিবার হলো তার সাধ’— নাটক তিনটিতে তাঁদের রসায়ন দর্শকদের মন জয় করে নিয়েছিল। এরপর আর তাঁদেরকে এক ফ্রেমে দেখা যায়নি। অবশেষে, দীর্ঘ তিন বছরের বিরতি ভেঙে আবারও একসঙ্গে ক্যামেরার সামনে দাঁড়ালেন এই জনপ্রিয় জুটি।
তবে এবার কোনো নাটক বা সিনেমার জন্য নয়, তাহসান ও মিম জুটি বেঁধেছেন একটি নতুন বিজ্ঞাপনের জন্য। বিজ্ঞাপনটি পরিচালনা করছেন আশিকুর মাহবুব।
এই প্রসঙ্গে বিদ্যা সিনহা মিম বলেন, “তাহসান ভাইয়ের সঙ্গে ২০২৩ সালে কাজ করেছিলাম। এরপর আর কাজ করা হয়নি। কখন যে তিনটি বছর চলে গেছে বুঝতেই পারিনি। বিজ্ঞাপনটির কনসেপ্টটা সুন্দর। আশা করি, দীর্ঘদিন পর দর্শকরা বিজ্ঞাপন হলেও আমাদের এক ফ্রেমে দেখে আনন্দ পাবেন।”
মিম আরও জানান, বিজ্ঞাপনটি চলতি মাসেই, অর্থাৎ সেপ্টেম্বরেই, প্রচারে আসবে।
গত তিন বছরে তাহসান এবং মিম— দুজনেই নিজেদের ক্যারিয়ারে ভিন্ন ভিন্ন পথে এগিয়েছেন।
অভিনয় অনেকটাই কমিয়ে দিয়ে তাহসান এখন সংগীতেই বেশি মনোযোগ দিয়েছেন। নতুন গান প্রকাশ এবং দেশ-বিদেশে কনসার্ট নিয়েই তাঁর ব্যস্ততা। সংগীত জীবনের ২৫ বছর পূর্তি বা রজতজয়ন্তী উপলক্ষে তিনি আগামী এক মাসের জন্য অস্ট্রেলিয়া সফরে যাচ্ছেন।
অন্যদিকে, ‘পরাণ’ সিনেমার বিপুল সাফল্যের পর মিম এখন চলচ্চিত্রের দিকেই বেশি মনোযোগী। তিনিও নতুন সিনেমার শুটিংয়ে ফেরার জন্য প্রস্তুতি নিচ্ছেন।
ভিন্ন দুই ভুবনের এই দুই তারকার বিজ্ঞাপনের মাধ্যমে এই প্রত্যাবর্তন তাঁদের ভক্তদের জন্য নিঃসন্দেহে এক বড় চমক।
বাংলাফ্লো/এইচএম
Like
Dislike
Love
Angry
Sad
Funny
Wow
Comments 0