এন্টারটেইনমেন্ট ডেস্ক
ঢাকা: কিছুদিন আগেই অভিনেত্রী বিপাশা বসুকে নিয়ে মন্তব্য করে বিতর্কে জড়িয়েছিলেন। এবার ‘সীতা রামাম’ খ্যাত অভিনেত্রী ম্রুণাল ঠাকুরের নিশানায় বলিউডের অন্যতম শীর্ষ নায়িকা আনুশকা শর্মা। সম্প্রতি এক পডকাস্ট সাক্ষাৎকারে ম্রুণাল দাবি করেছেন, ২০১৬ সালের ব্লকবাস্টার সিনেমা ‘সুলতান’-এর প্রস্তাব তিনিই প্রথম ফিরিয়ে দিয়েছিলেন। তিনি আরও বলেন, ছবিটি সুপারহিট হলেও, এতে অভিনয় করে আনুশকা শর্মার কোনো লাভ হয়নি এবং আনুশকা এখন আর কাজ করছেন না, যা তাঁর (ম্রুণালের) জন্য এক ‘বড় জয়’।
সাক্ষাৎকারে ম্রুণাল বলেন, “এ রকম অনেক ছবি আছে, আমি না করেছিলাম। কারণ, সেই ছবির জন্য তখন আমি প্রস্তুত ছিলাম না।” এরপরই তিনি ‘সুলতান’ প্রসঙ্গে বলেন, “ছবিটা সুপারহিট হয়েছিল। কিন্তু ছবির অভিনেত্রীর এতে কোনো ফায়দা হয়নি। এ ছবির মাধ্যমে তিনি এগিয়ে যেতে পারেননি। তিনি এখন কাজ করছেন না, কিন্তু আমি করছি। এটা আমার জন্য এক বড় জয়।”
তাঁর এই মন্তব্যের ইঙ্গিত যে আনুশকার দিকেই, তা বুঝতে কারও বাকি নেই।
ম্রুণালের এই মন্তব্য প্রকাশ্যে আসতেই সামাজিক যোগাযোগ মাধ্যমে সমালোচনার ঝড় উঠেছে।
‘সুলতান’ ছবির প্রচারের সময় সালমান খান নিজেই জানিয়েছিলেন, ম্রুণালকে তাঁর ফার্মহাউসে আনা হয়েছিল, কিন্তু তখন তিনি ‘খুবই রোগা’ থাকায় চরিত্রটির জন্য উপযুক্ত ছিলেন না। সালমানের এই বক্তব্য ম্রুণালের ‘প্রত্যাখ্যান’ করার দাবিকে প্রশ্নবিদ্ধ করে।
আনুশকার ভক্তরা বলছেন, মাতৃত্বের কারণে অভিনয় থেকে বিরতি নেওয়ার সিদ্ধান্তটি আনুশকার সম্পূর্ণ ব্যক্তিগত। একজন লিখেছেন, “আনুশকা দীর্ঘ সময় ধরে কাজ না করলেও তাঁর উচ্চতা অক্ষুণ্ন। ম্রুণাল সেখানে পৌঁছাতে পারবেন কি না, তা নিয়েই সন্দেহ আছে।”
এর আগেও ম্রুণাল বিপাশা বসুকে ‘পুরুষালি চেহারার’ বলে কটাক্ষ করে বিতর্কে জড়িয়েছিলেন, যার জন্য পরে তিনি ক্ষমাও চান।
সব মিলিয়ে, ‘সীতা রামম’-এর সাফল্যের পর, বলিউডে নিজের অবস্থান শক্ত করার চেষ্টায় থাকা ম্রুণাল ঠাকুরের এমন বিতর্কিত মন্তব্যকে অনেকেই ‘আত্মপ্রচারের কৌশল’ হিসেবেই দেখছেন।
বাংলাফ্লো/এইচএম
Like
Dislike
Love
Angry
Sad
Funny
Wow
Comments 0