এন্টারটেইনমেন্ট ডেস্ক
ঢাকা: তিনি বর্তমান সময়ের নিঃসন্দেহে ভারতের সবচেয়ে জনপ্রিয় সংগীতশিল্পী। তাঁর লাইভ কনসার্ট মানেই হাজার হাজার দর্শকের উচ্ছ্বাস আর উপচে পড়া ভিড়। কিন্তু একটি লাইভ অনুষ্ঠানে গান গাওয়ার জন্য ঠিক কত টাকা পারিশ্রমিক নেন অরিজিৎ সিং? এই নিয়ে ভক্তদের কৌতূহলের শেষ নেই। অবশেষে সেই তথ্য ফাঁস করলেন প্রখ্যাত সুরকার মন্টি শর্মা। তিনি জানিয়েছেন, একটি মাত্র অনুষ্ঠানে পারফর্ম করার জন্য অরিজিৎ সিং ২ কোটি রুপি (বাংলাদেশি মুদ্রায় প্রায় ২ কোটি ৮০ লাখ টাকা) পারিশ্রমিক নেন।
সম্প্রতি এক সাক্ষাৎকারে মন্টি শর্মা সংগীত জগতের বদলে যাওয়া আর্থিক দিক নিয়ে কথা বলছিলেন। তিনি পুরনো দিনের কথা স্মরণ করে বলেন, “একটা সময়ের পর অনেক কিছুর বিবর্তন হয়েছে। আগে পুরো একটা গান আমরা ২ লাখ রুপিতে শেষ করতাম। এর মধ্যে পুরো অর্কেস্ট্রা, ৪০ জন বেহালা বাদক, আরও অনেক কিছু থাকত।”
এরপরই তিনি অরিজিতের প্রসঙ্গ তুলে আনেন। তিনি বলেন, “অরিজিৎ যখন আসত, তখন টানা ৬ ঘণ্টা আমার সঙ্গে একটা গান নিয়ে বসত। এখন ও একটি অনুষ্ঠানের জন্য ২ কোটি রুপি নেয়। তাই ওকে নিয়ে অনুষ্ঠান করতে হলে, ২ কোটি রুপি দিতে হবে।”
মন্টি শর্মা এর কারণ হিসেবে দেখিয়েছেন গান শোনার মাধ্যমের পরিবর্তনকে। তিনি বলেন, “আগে তো মানুষ বেতারে ও টিভিতেও গান শুনত। কিন্তু এখন তাদের কাছে ইউটিউব আছে। এখন গান শোনার মাধ্যম অনেক বড়। তাই অর্থের পরিমাণও এখন বেড়েছে।”
তবে তিনি এও যোগ করেন, এখনকার সিস্টেমে শিল্পীদের চেয়ে অডিও সংস্থাগুলোই বেশি লাভবান হচ্ছে। তিনি বলেন, “এখন যদি ১৫-২০ লাখ রুপি দিয়ে একটা গান করি, তা হলে ৯০ শতাংশ সত্ত্ব কিনে নেয় অডিও সংস্থা। এই অডিও সংস্থাগুলোই এখন আয় করছে।”
সব মিলিয়ে, অরিজিৎ সিংয়ের এই আকাশছোঁয়া পারিশ্রমিক তাঁর তুমুল জনপ্রিয়তা এবং বিশ্বজুড়ে তাঁর বিশাল চাহিদারই প্রমাণ দেয়।
বাংলাফ্লো/এইচএম
Like
Dislike
Love
Angry
Sad
Funny
Wow
Comments 0