এন্টারটেইনমেন্ট ডেস্ক
ঢাকা: ‘সুপার ৩০’, ‘সীতা রামাম’-এর মতো সফল সিনেমার মাধ্যমে যিনি দর্শকদের মন জয় করেছেন, সেই জনপ্রিয় অভিনেত্রী ম্রুনাল ঠাকুরের গতকাল (১ আগস্ট) ছিল ৩৪তম জন্মদিন। বিশেষ এই দিনে তিনি ভক্তদের কাছ থেকে যেমন ভালোবাসা পেয়েছেন, তেমনই নিজেও ফিরিয়ে দিয়েছেন দুটি বড় উপহার— একটি নতুন সিনেমার মুক্তি এবং অন্য একটি সিনেমার ফার্স্ট লুক পোস্টার।
‘সন অব সর্দার ২’ জন্মদিনেই প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে ম্রুনালের নতুন ছবি ‘সন অব সর্দার ২’। এটি ২০১২ সালের সুপারহিট সিনেমা ‘সান অব সর্দার’-এর সিক্যুয়াল। তবে মুক্তির পর নতুন এই কিস্তিটি সমালোচকদের কাছ থেকে মিশ্র প্রতিক্রিয়া পাচ্ছে। ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা গেছে, প্রথম দিনে ছবিটি প্রায় ছয় কোটি রুপি আয় করতে পারে, যা মূল ছবির প্রথম দিনের আয়ের চেয়ে কিছুটা কম।
‘ডাকাত’-এর জুলিয়েট ম্রুনালের দ্বিতীয় উপহারটি হলো তাঁর আসন্ন সিনেমা ‘ডাকাত’-এ তাঁর ফার্স্ট লুক। শানিল ডিওর পরিচালনায় এই ছবিতে ম্রুনালের চরিত্রের নাম ‘জুলিয়েট’। প্রকাশিত পোস্টারে দেখা যায়, হাতে পিস্তল নিয়ে তীক্ষ্ণ চোখে তাকিয়ে আছেন তিনি। পোস্টারের সঙ্গে নির্মাতারা তাঁকে শুভেচ্ছা জানিয়ে লিখেছেন, “দেখতে মিষ্টি ও সহজ মনে হলেও ভেতর থেকে সে বিস্ফোরক।”
‘ডাকাত’ সিনেমায় ম্রুনালের সঙ্গে আরও অভিনয় করছেন আদিভি শেষ এবং অনুরাগ কাশ্যপ। এই বছরের বড়দিন উপলক্ষে ছবিটি হিন্দি ও তেলুগু ভাষায় মুক্তি পাবে। সব মিলিয়ে, জন্মদিন উপলক্ষে পাওয়া এই জোড়া উপহারে ম্রুনালের ভক্তরা এখন দারুণ উচ্ছ্বসিত।
বাংলাফ্লো/এইচএম
Like
Dislike
Love
Angry
Sad
Funny
Wow
Comments 0