এন্টারটেইনমেন্ট ডেস্ক
ঢাকা: ভারতের ৭১তম জাতীয় চলচ্চিত্র পুরস্কারের তালিকায় ‘সেরা জনপ্রিয় ছবি’ (Best Popular Film Providing Wholesome Entertainment)-এর খেতাব জিতে নিয়েছে রণবীর সিং এবং আলিয়া ভাট অভিনীত ‘রকি অউর রানি কি প্রেম কাহানি’। ২০২৩ সালে মুক্তি পাওয়া করণ জোহর পরিচালিত এই সিনেমাটি শুধু বক্স অফিসেই নয়, এবার জাতীয় পুরস্কারের মঞ্চেও বাজিমাত করল। সেরা জনপ্রিয় ছবি হওয়ার পাশাপাশি, ‘ঢিন্ডোরা বাজে রে’ গানটির জন্য সিনেমাটি সেরা কোরিওগ্রাফির পুরস্কারও অর্জন করেছে।
এই জোড়া সাফল্যে উচ্ছ্বসিত সিনেমার প্রধান অভিনেতা রণবীর সিং এবং আলিয়া ভাট।
রণবীর সিং বলেন, “‘রকি অউর রানি কি প্রেম কাহানি’র আসল জয় হলো, এই ছবিটির সঙ্গে দর্শকরা একাত্ম হতে পেরেছিলেন। আর সেই জন্যই এটা তাদের কাছে কমফোর্টের জায়গা হয়ে ওঠে। ...দর্শকরা এই সিনেমা একাধিকবার দেখেছে। মন হালকা করা একটা সিনেমা। এটাই তো আসল বিনোদন। গর্বিত বোধ করছি, ধন্য বোধ করছি, আমরা কৃতজ্ঞ।”
অন্যদিকে, উচ্ছ্বসিত আলিয়া ভাট-এর মন্তব্য, “দারুণ ম্যাজিক্যাল মুহূর্ত! টিমের সবাইকে ভালোবাসা, তোমাদের জন্যই এই সিনেমা এতটা ম্যাজিক্যাল হয়ে উঠেছে।”
সাত বছর পর এই সিনেমার মাধ্যমে পরিচালকের আসনে ফিরেছিলেন করণ জোহর। বক্স অফিসে বিশ্বজুড়ে প্রায় সাড়ে তিনশ কোটি রুপির ব্যবসা করে ছবিটি বলিউডের বক্স অফিসকে চাঙ্গা করেছিল। জাতীয় পুরস্কার পাওয়ার পর তিনিও দর্শকদের ধন্যবাদ জানিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন।
‘রকি অউর রানি কি প্রেম কাহানি’র এই জাতীয় স্বীকৃতি প্রমাণ করে, একটি নিখাদ বিনোদনমূলক এবং পারিবারিক গল্পের সিনেমা আজও দর্শক এবং সমালোচকদের মন জয় করে নিতে পারে।
বাংলাফ্লো/এইচএম
Like
Dislike
Love
Angry
Sad
Funny
Wow
Comments 0