এন্টারটেইনমেন্ট ডেস্ক
ঢাকা: দেশের টেলিভিশন দর্শকদের মধ্যে তুর্কি ধারাবাহিকের জনপ্রিয়তা দিন দিন বাড়ছে। সেই ধারাবাহিকতায়, এবার বেসরকারি টেলিভিশন চ্যানেল আরটিভি নিয়ে আসছে পুরস্কারপ্রাপ্ত জনপ্রিয় রোমান্টিক থ্রিলার তুর্কি ধারাবাহিক ‘মোস্তফা’। গতকাল ১ আগস্ট শুরু হয়েছে যেটা সপ্তাহে সাত দিন, প্রতিদিন রাত ৯টায় আরটিভির পর্দায় দেখা যাবে এই ধারাবাহিকটি।
ধারাবাহিকটির গল্প আবর্তিত হয়েছে মোস্তফা নামের একজন নীতিবান পুলিশ অফিসারকে ঘিরে, যিনি তাঁর ছেলেকে পৃথিবীর সবচেয়ে বেশি ভালোবাসেন। কিন্তু চোরাচালানের বিরুদ্ধে লড়াই করতে গিয়ে তিনি এক গভীর ষড়যন্ত্রের শিকার হন। তাঁকে একটি মিথ্যা মামলায় অন্যায়ভাবে বরখাস্ত করা হয় এবং এক বছরের জন্য কারাবন্দী থাকতে হয়। এই সময়ে তাঁর শ্বশুর তাঁর ছেলেকে নিজের কাছে নিয়ে যান।
জেল থেকে ছাড়া পাওয়ার পর, মোস্তফা তাঁর চাকরি এবং ছেলের হেফাজত ফিরে পাওয়ার জন্য এক মরিয়া সংগ্রামে নামেন।
এই সংগ্রামের মাঝেই মোস্তফার সঙ্গে পরিচয় হয় আয়েশেগুল নামের এক সুন্দরী ডাক্তারের। ধীরে ধীরে তাঁদের মধ্যে একটি গভীর ভালোবাসার সম্পর্ক তৈরি হয়। কিন্তু মোস্তফার অজানা থাকে যে, আয়েশেগুল আর কেউ নন, শহরের সবচেয়ে বড় মাফিয়া গডফাদার বাহরির মেয়ে।
মোস্তফা কি তার ছেলের জিম্মা ফেরত পাবে? সে কি মাফিয়াকে ধ্বংস করবে, নাকি নিজেই মাফিয়ায় পরিণত হবে? প্রেম, থ্রিলার আর পারিবারিক দ্বন্দ্বে ভরপুর এই ধারাবাহিকটি দর্শকদের মন জয় করবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।
২৫০ পর্বের এই ধারাবাহিকটির বাংলা ডাবিং পরিচালনা করেছেন তাপস কুমার মৃধা। এতে মোস্তফা কারায়েল চরিত্রে অভিনয় করেছেন তুরস্কের জনপ্রিয় অভিনেতা ইলকের কালেলি এবং আয়েশেগুল চরিত্রে অভিনয় করেছেন বুরসিন তেরজিওগুল।
বাংলাফ্লো/এইচএম
Like
Dislike
Love
Angry
Sad
Funny
Wow
Comments 0