Logo

জেসি আইজেনবার্গ নন, এবার জাকারবার্গ হচ্ছেন জেরেমি স্ট্রং

প্রথম পর্বটি যেখানে ছিল ফেসবুকের শুরুর দিনের গল্প, দ্বিতীয় পর্বের প্রেক্ষাপট হতে চলেছে আরও গভীর এবং অন্ধকার।

ছবি-বাংলাফ্লো

এন্টারটেইনমেন্ট ডেস্ক

ঢাকা: ২০১০ সালে মুক্তি পেয়েছিল ডেভিড ফিঞ্চার পরিচালিত সাড়া জাগানো সিনেমা ‘দ্য সোশ্যাল নেটওয়ার্ক’। ফেসবুকের এবং মার্ক জাকারবার্গের উত্থানের সেই গল্প এবার পেতে চলেছে তার দ্বিতীয় পর্ব। জানা গেছে, খুব শীঘ্রই আসছে ‘দ্য সোশ্যাল নেটওয়ার্ক’-এর সিক্যুয়েল এবং এবার মার্ক জাকারবার্গের পরিণত বয়সের চরিত্রে অভিনয়ের জন্য পরিচালকের প্রথম পছন্দ অস্কার ও এমি জয়ী অভিনেতা জেরেমি স্ট্রং।

প্রথম পর্বটি যেখানে ছিল ফেসবুকের শুরুর দিনের গল্প, দ্বিতীয় পর্বের প্রেক্ষাপট হতে চলেছে আরও গভীর এবং অন্ধকার। নতুন ছবির গল্পটি ওয়াল স্ট্রিট জার্নাল-এ প্রকাশিত ‘দ্য ফেসবুক ফাইলস’ প্রতিবেদনের উপর ভিত্তি করে তৈরি হচ্ছে। এই পর্বে ফেসবুকের মাধ্যমে কিশোর-কিশোরীদের ওপর নেতিবাচক প্রভাব এবং ভুয়া তথ্য ছড়িয়ে পড়ার মতো সংবেদনশীল বিষয়গুলো তুলে ধরা হবে। চিত্রনাট্য লিখছেন প্রথম পর্বের লেখক অ্যারন সোরকিন।

প্রথম পর্বে তরুণ মার্ক জাকারবার্গের চরিত্রে অভিনয় করে প্রশংসা কুড়িয়েছিলেন জেসি আইজেনবার্গ। এবার সেই চরিত্রে অভিনয়ের জন্য ভাবা হচ্ছে ‘সাকসেশন’ খ্যাত অভিনেতা জেরেমি স্ট্রং-কে, যিনি তাঁর অভিনয়ের দক্ষতার জন্য সুপরিচিত।

এ ছাড়াও ছবির অন্যান্য চরিত্রে মিকি ম্যাডিসন এবং ‘দ্য বেয়ার’ খ্যাত জেরেমি অ্যালেন হোয়াইটের নাম শোনা গেলেও, এখনও পর্যন্ত কাউকেই চূড়ান্ত করা হয়নি। তবে জেরেমি স্ট্রং-এর মতো শক্তিশালী অভিনেতার নাম জড়ানোয়, এই সিক্যুয়েলটি নিয়ে দর্শকদের মধ্যে প্রত্যাশার পারদ চড়ছে।

বাংলাফ্লো/এইচএম 

Post Reaction

👍

Like

👎

Dislike

😍

Love

😡

Angry

😭

Sad

😂

Funny

😱

Wow

Leave a Comment

Comments 0