Logo

জ্যাকসনের স্মৃতি অমূল্য, মোজাও বিক্রি হলো দ্বিগুণ দামে

১৯৯৭ সালের জুলাই মাসে ফ্রান্সের নিম শহরে একটি কনসার্ট শেষ হওয়ার পর, জ্যাকসনের ড্রেসিংরুমের পাশে পড়ে থাকা অবস্থায় মোজাটি খুঁজে পান একজন টেকনিশিয়ান।

ছবি-বাংলাফ্লো

এন্টারটেইনমেন্ট ডেস্ক

ঢাকা: প্রয়াত পপসম্রাট মাইকেল জ্যাকসনের ব্যবহৃত জিনিসপত্র নিয়ে ভক্তদের আগ্রহের শেষ নেই। এবার তাঁর পরা একটি মোজা নিলামে বিক্রি হলো প্রায় ৮ হাজার ডলারে, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ১০ লাখ টাকা! গত বুধবার ফ্রান্সে অনুষ্ঠিত এক নিলামে এই অবিশ্বাস্য দামে মোজাটি বিক্রি হয়, যা নিলামকারীদের প্রত্যাশাকেও ছাড়িয়ে গেছে।

নিলাম সংস্থা সূত্রে জানা গেছে, এই মোজাটি কোনো সাধারণ মোজা নয়। ১৯৯৭ সালে মাইকেল জ্যাকসন তাঁর বিখ্যাত ট্যুরের সময় এই সাদা স্পোর্টস মোজাটি পরেছিলেন, যাতে ঝিকিমিকি রাইনস্টোন লাগানো ছিল।

নিলামদাতা অরোর ইলি সংবাদ সংস্থা এএফপিকে বলেন, ১৯৯৭ সালের জুলাই মাসে ফ্রান্সের নিম শহরে একটি কনসার্ট শেষ হওয়ার পর, জ্যাকসনের ড্রেসিংরুমের পাশে পড়ে থাকা অবস্থায় মোজাটি খুঁজে পান একজন টেকনিশিয়ান। এতদিন পর, সেখান থেকেই এটি সংগৃহীত হয়ে নিলামে ওঠে।

জানা গেছে, দীর্ঘদিন ধরে পড়ে থাকায় চকচকে মোজাটিতে কিছুটা হলদে দাগ পড়ে গিয়েছিল এবং রাইনস্টোনগুলোর ঔজ্জ্বল্যও কিছুটা ম্লান হয়ে গিয়েছিল। তাই এটি নষ্ট হওয়ার আগেই নিলামে তোলার সিদ্ধান্ত নেওয়া হয়। নিলামকারীরা আশা করেছিলেন, মোজাটি হয়তো তিন থেকে চার হাজার ডলারে বিক্রি হবে। কিন্তু ‘কিং অফ পপ’-এর প্রতি অনুরাগীদের ভালোবাসার কাছে সেই অনুমান হার মানে। শেষ পর্যন্ত এটি প্রায় দ্বিগুণ দামে বিক্রি হয়।

এর আগেও মাইকেল জ্যাকসনের ব্যবহৃত জিনিস চড়া দামে বিক্রি হয়েছে। ২০২৩ সালে প্যারিসে তাঁর পরা একটি টুপি ৮০ হাজার ডলারেরও বেশি দামে বিক্রি হয়েছিল। ২০০৯ সালে মাত্র ৫০ বছর বয়সে মাইকেল জ্যাকসনের মৃত্যু হলেও, আজও তাঁর স্মৃতি এবং ব্যবহৃত জিনিসপত্র ভক্তদের কাছে অমূল্য সম্পদ।

বাংলাফ্লো/এইচএম 

Post Reaction

👍

Like

👎

Dislike

😍

Love

😡

Angry

😭

Sad

😂

Funny

😱

Wow

Leave a Comment

Comments 0