Logo

সেরা পরিচালকের পুরস্কার পেতেই নতুন বিতর্কে ‘দ্য কেরালা স্টোরি’

‘দ্য কেরালা স্টোরি’ জাতীয় পুরস্কার পেতেই কেরালার মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন সামাজিক মাধ্যমে এক বিস্ফোরক পোস্টে লেখেন, “এই সিনেমাটি খুব স্পষ্টভাবে কেরালার ভাবমূর্তি নষ্ট করেছে। সিনেমায় কেরালার তরুণ সমাজকে যেভাবে দেখানো হয়েছে তা পুরোপুরি ভ্রান্ত এবং রাজ্যে ধর্মীয় পরিবেশ নষ্ট করার চেষ্টা করা হয়েছে।”

ছবি-সংগৃহীত

এন্টারটেইনমেন্ট ডেস্ক

ঢাকা: মুক্তির সময় থেকেই যে সিনেমাটি নিয়ে ভারতজুড়ে তীব্র বিতর্ক তৈরি হয়েছিল, সেই ‘দ্য কেরালা স্টোরি’ এবার ৭১তম জাতীয় চলচ্চিত্র পুরস্কারে দুটি গুরুত্বপূর্ণ বিভাগে সম্মান পাওয়ায় নতুন করে রাজনৈতিক ঝড় উঠেছে। পরিচালক সুদীপ্ত সেন সেরা পরিচালকের পুরস্কার পাওয়ার পরই এই সিদ্ধান্তের তীব্র সমালোচনা করেছেন কেরালার মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন এবং কংগ্রেস নেতা কেসি বেণুগোপাল। তাঁদের মতে, এই পুরস্কার ‘সংঘ পরিবারকে খুশি করার’ একটি প্রচেষ্টা এবং কেরালার জন্য এক বড় অপমান।

‘দ্য কেরালা স্টোরি’ জাতীয় পুরস্কার পেতেই কেরালার মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন সামাজিক মাধ্যমে এক বিস্ফোরক পোস্টে লেখেন, “এই সিনেমাটি খুব স্পষ্টভাবে কেরালার ভাবমূর্তি নষ্ট করেছে। সিনেমায় কেরালার তরুণ সমাজকে যেভাবে দেখানো হয়েছে তা পুরোপুরি ভ্রান্ত এবং রাজ্যে ধর্মীয় পরিবেশ নষ্ট করার চেষ্টা করা হয়েছে।”

তিনি সরাসরি অভিযোগ তুলে বলেন, “এই সিনেমাকে যারা পুরস্কৃত করেছেন, তারা নিশ্চিতভাবে সংঘ পরিবারকে খুশি করতেই এই সিদ্ধান্ত নিয়েছেন।”

মুখ্যমন্ত্রীর পাশাপাশি কংগ্রেস নেতা কেসি বেণুগোপালও এই বিষয়ে সোচ্চার হয়েছেন। তিনি আরও কড়া ভাষায় লেখেন, “জাতীয় পুরস্কার নয়, বরং এই সিনেমাটিকে আবর্জনার স্তূপে ফেলে দেওয়া উচিত। এই ছবিটি কেরালার ঐতিহ্যকে নষ্ট করার চেষ্টা করেছে। কেরালা কখনোই এই অপমান মেনে নেবে না।”

২০২৩ সালে মুক্তি পাওয়া ‘দ্য কেরালা স্টোরি’ সিনেমাটিতে দেখানো হয়েছিল, কীভাবে কেরালার কয়েকজন তরুণী প্রেমের জালে ফেঁসে ইসলাম ধর্ম গ্রহণ করে জঙ্গি সংগঠনে যোগ দেয়। এই বিষয়বস্তু নিয়ে তখন থেকেই ‘প্রোপাগান্ডা’ ছড়ানোর অভিযোগ উঠেছিল। ছবিটি সেরা পরিচালক এবং সেরা সিনেমাটোগ্রাফির পুরস্কার পাওয়ায়, সেই পুরনো বিতর্কই এবার আরও ভয়াবহ রূপ নিল।

বাংলাফ্লো/এইচএম 

Post Reaction

👍

Like

👎

Dislike

😍

Love

😡

Angry

😭

Sad

😂

Funny

😱

Wow

Leave a Comment

Comments 0