সোমবার, ৪ আগস্ট ২০২৫

রাত ১২টায় ফোন দিতে পারে, টাকা দিতে পারে না

“টাকাটা আমার জন্য ইস্যু না, কিন্তু প্রেস্টিজের প্রশ্ন আছে। বড় বড় ছবি বানিয়ে, কোটি কোটি টাকা খরচ করেও দেশের শিল্পীদের পারিশ্রমিক না দেওয়াটা দুঃখজনক।” দোয়েল পরিচালকের সহকারীদের আচরণ নিয়েও ক্ষোভ প্রকাশ করেন ।

ছবি-সংগৃহীত

এন্টারটেইনমেন্ট ডেস্ক

ঢাকা: গত ঈদুল ফিতরে মুক্তি পাওয়া শাকিব খান অভিনীত ব্লকবাস্টার সিনেমা ‘বরবাদ’ যখন বক্স অফিসে কোটি কোটি টাকার ব্যবসা করছে, ঠিক তখনই ছবিটির বিরুদ্ধে পারিশ্রমিক না দেওয়ার মতো গুরুতর অভিযোগ তুললেন অভিনেত্রী দিলরুবা দোয়েল। তিনি দাবি করেছেন, এই সিনেমায় নায়িকা ইধিকা পালের কিছু অংশের ডাবিং করেও তিনি তাঁর পারিশ্রমিক পাননি। এই বিষয়ে তিনি পরিচালক মেহেদী হাসান হৃদয়ের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেছেন, যদিও পরিচালক বিষয়টি সম্পর্কে অবগত নন বলে জানিয়েছেন।

অভিনেত্রী দিলরুবা দোয়েল জানান, ‘বরবাদ’ সিনেমার সেন্সর ছাড়পত্রের জন্য জরুরি ভিত্তিতে ডাবিং করানোর প্রয়োজন পড়লে, পরিচালকের সহকারী তাঁকে ফোন করেন। দোয়েল বলেন, “আমি বলেছিলাম, স্পট পেমেন্ট করতে হবে, কিন্তু পাইনি। ডাবিংয়ের পর কয়েকবার ফোন করেছি, কিন্তু পরিচালক ফোন ধরেননি।”

তিনি আরও বলেন, “টাকাটা আমার জন্য ইস্যু না, কিন্তু প্রেস্টিজের প্রশ্ন আছে। বড় বড় ছবি বানিয়ে, কোটি কোটি টাকা খরচ করেও দেশের শিল্পীদের পারিশ্রমিক না দেওয়াটা দুঃখজনক।” দোয়েল পরিচালকের সহকারীদের আচরণ নিয়েও ক্ষোভ প্রকাশ করে বলেন, “রাত ১২টায় ফোন দিয়ে কাজ করাতে পারবে, কিন্তু টাকা দিতে পারবে না- এটা কেমন কথা!”

এই অভিযোগের বিষয়ে জানতে চাওয়া হলে, পরিচালক মেহেদী হাসান হৃদয় গণমাধ্যমকে বলেন, “সিনেমার ফিন্যান্সিয়াল বিষয়গুলো ডিরেক্টর হ্যান্ডেল করে না, এক্সিকিউটিভ প্রডিউসার দেখে। আমি জানতাম না এই শিল্পীর পেমেন্ট আটকে আছে।” তাঁর মতে, তিনি এই বিষয়টি প্রথমবার শুনছেন।

যেখানে প্রযোজনা সংস্থার দাবি অনুযায়ী ‘বরবাদ’ প্রথম সপ্তাহেই ২৭ কোটি টাকার বেশি ব্যবসা করেছে, সেখানে একজন শিল্পীর পারিশ্রমিক আটকে থাকার এই অভিযোগ ইন্ডাস্ট্রির অভ্যন্তরীণ অব্যবস্থাপনার দিকটিকেই তুলে ধরেছে।



বাংলাফ্লো/এইচএম 

Post Reaction

👍

Like

👎

Dislike

😍

Love

😡

Angry

😭

Sad

😂

Funny

😱

Wow

Leave a Comment

Comments 0