সোমবার, ৪ আগস্ট ২০২৫

গাড়ি-বাড়ি নয়, আস্ত একটা দ্বীপের মালিক জ্যাকুলিন

তাঁর ঘনিষ্ঠ বন্ধু সালমান খান কিংবা টাইগার শ্রফের মতো তারকারা সেখানে কখনও বেড়াতে গিয়েছেন কি না, সে বিষয়েও কিছুই জানা যায়নি!

ছবি-সংগৃহীত

এন্টারটেইনমেন্ট ডেস্ক

ঢাকা: বলিউডের নামী নায়িকারা বিলাসিতায় একে অপরকে টক্কর দেন। দামি গাড়ি, বিদেশি ভিলা, প্রাইভেট জেট— তাঁদের সংগ্রহে থাকে অনেক কিছুই। কিন্তু তাই বলে আস্ত একটা দ্বীপ কিনে ফেলা? ঠিক তাই করেছেন শ্রীলঙ্কান সুন্দরী এবং বলিউড অভিনেত্রী জ্যাকুলিন ফার্নান্দেজ। দীপিকা, প্রিয়াঙ্কা বা আলিয়া নন, তিনিই বলিউডের সেই অভিনেত্রী, যাঁর মালিকানায় রয়েছে একটি ব্যক্তিগত দ্বীপ!

জানা গেছে, জ্যাকুলিন ২০১২ সালে তাঁর নিজের দেশ শ্রীলঙ্কার দক্ষিণ উপকূলের কাছাকাছি চার একরের একটি ব্যক্তিগত দ্বীপ কেনেন। সেই সময় এর জন্য তিনি খরচ করেছিলেন প্রায় ৬ লাখ মার্কিন ডলার, যা আজকের হিসাবে বাংলাদেশি টাকায় প্রায় ৭ কোটি ৩৩ লাখেরও বেশি।

শোনা যায়, দ্বীপে একটি বিলাসবহুল ভিলা তৈরি করার ইচ্ছা ছিল তাঁর। তবে সেটি কি তিনি নিজের আরাম-আয়েশের জন্য বানাতে চেয়েছিলেন, নাকি পর্যটকদের জন্য একটি ‘আইল্যান্ড রিসোর্ট’ খুলতে চেয়েছিলেন, সেই রহস্য এখনও জানা যায়নি। এমনকি, সেই দ্বীপে কোনো গোপন পার্টি হয়েছে কি না, বা তাঁর ঘনিষ্ঠ বন্ধু সালমান খান কিংবা টাইগার শ্রফের মতো তারকারা সেখানে কখনও বেড়াতে গিয়েছেন কি না, সে বিষয়েও কিছুই জানা যায়নি!

২০০৯ সালে ‘আলাদিন’ দিয়ে বলিউডে পা রাখার পর ‘মার্ডার ২’, ‘হাউসফুল’ সিরিজ এবং ‘রেস ২’-এর মতো হিট সিনেমায় অভিনয় করে জ্যাকুলিন নিজের অবস্থান শক্ত করেন। তাঁকে সর্বশেষ ‘হাউসফুল ৫’ ছবিতে দেখা গেছে, যা বক্স অফিসে দারুণ ব্যবসা করেছে।

তবে পর্দার সাফল্যের পাশাপাশি, সম্প্রতি ২০০ কোটি রুপির এক প্রতারণা মামলায় জড়িয়ে তাঁর নাম, যার জন্য তাঁকে একাধিকবার তদন্তেরও মুখোমুখি হতে হয়েছে। ব্যক্তিগত জীবনে ঝড় থাকলেও, তাঁর এই বিলাসবহুল জীবনযাপন প্রমাণ করে, তিনি বলিউডের অন্যতম সফল একজন তারকা।

বাংলাফ্লো/এইচএম 

Post Reaction

👍

Like

👎

Dislike

😍

Love

😡

Angry

😭

Sad

😂

Funny

😱

Wow

Leave a Comment

Comments 0