এন্টারটেইনমেন্ট ডেস্ক
ঢাকা: ‘এই স্ট্যাটাসের মধ্য দিয়ে বাংলাদেশের রাজনীতি নিয়ে স্ট্যাটাস দেওয়া বন্ধ করলাম!’— গত জুন মাসে দেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে ক্ষোভ প্রকাশ করে এমনই ঘোষণা দিয়েছিলেন জনপ্রিয় অভিনেত্রী শবনম ফারিয়া। কিন্তু দেশের বর্তমান নৈরাজ্য এবং সাধারণ মানুষের অসহায়ত্ব দেখে তিনি আর চুপ থাকতে পারলেন না। সম্প্রতি এক ফেসবুক পোস্টে তিনি আবারও দেশের পরিস্থিতি নিয়ে তাঁর তীব্র হতাশা এবং আক্ষেপ প্রকাশ করেছেন।
নতুন পোষ্টে শবনম ফারিয়া দেশের বর্তমান অবস্থাকে এক ‘রঙিন তামাশা’ হিসেবে অভিহিত করেছেন, যেখানে সাধারণ মানুষ অসহায় দর্শক মাত্র। তিনি লেখেন, “এমন এক দেশে জন্ম, কার কাছে বিচার দেব, জানি না। এক পার্টির বড়রা টাকা মেরে ভাগছে, ছোটরা অনলাইনে জুলাই সিডিআই লিখে সেই শোক কমায়, আর বাকিরা চাঁদাবাজি, ডোনেশন, হাদিয়া নিয়ে কামড়াকামড়ি করে!”
তিনি আরও যোগ করেন, “মাঝখানে আমরা সাধারণ মানুষ, নীরব দর্শক হয়ে রঙিন তামাশা দেখি। কিছু বললেই এক পক্ষ বলে, ডলার খেয়েছেন... অন্য পক্ষ বলে, ফ্যাসিস্ট সরকারের দোসর!”
পোস্টের শেষে শবনম ফারিয়া এক গভীর হতাশার কথা তুলে ধরেন, যা অনেক সাধারণ মানুষেরই মনের কথা। তিনি লেখেন, “এদিকে আবার এই সবুজ পাসপোর্টে কেউ ভিসাও দিচ্ছে না! কই যাব আমরা?”
এর আগে জুন মাসে দেওয়া পোস্টে তিনি বলেছিলেন, “জাতি হিসেবে আমরা অত্যন্ত বেহায়া এবং নির্লজ্জ... শিশু, কিশোর, বৃদ্ধ যে–ই ক্ষমতা পাবে, সে–ই তার অসৎ ব্যবহার করবে।” কথা বলা বন্ধ করার ঘোষণা দেওয়ার পরেও, দেশের পরিস্থিতি নিয়ে তাঁর এই পুনরায় মুখ খোলা প্রমাণ করে, তিনি কতটা ব্যথিত এবং উদ্বিগ্ন।
বাংলাফ্লো/এইচএম
Like
Dislike
Love
Angry
Sad
Funny
Wow
Comments 0