এন্টারটেইনমেন্ট ডেস্ক
ঢাকা: অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিতব্য মর্যাদাপূর্ণ ইন্ডিয়ান ফিল্ম ফেস্টিভ্যাল অব মেলবোর্ন (আইএফএফএম)-এ এবার উজ্জ্বল উপস্থিতি বাংলাদেশের। এই উৎসবে প্রদর্শনের জন্য নির্বাচিত হয়েছে দেশের দুটি আলোচিত প্রজেক্ট— মেহজাবীন চৌধুরী অভিনীত চলচ্চিত্র ‘সাবা’ এবং নুহাশ হুমায়ূন নির্মিত হরর সিরিজ ‘২ষ’ (pett kata shaw)। এবারের উৎসবটি কিংবদন্তি চলচ্চিত্রকার ঋত্বিক ঘটকের জন্মশতবর্ষ উপলক্ষে বিশেষভাবে তাৎপর্যপূর্ণ, যেখানে তাঁর দুটি কালজয়ী সিনেমাও প্রদর্শিত হবে।
মাকসুদ হোসেন পরিচালিত ‘সাবা’ সিনেমাটি মেলবোর্ন উৎসবের ‘ফ্রম দ্য সাবকন্টিনেন্ট’ বিভাগে প্রদর্শিত হবে। ছবিটির কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরী। গল্পটি শহরের এক মধ্যবিত্ত পরিবারের মেয়ে সাবাকে ঘিরে, যে অসুস্থ মা এবং পরিবারের হাল ধরতে গিয়ে নিজের স্বপ্ন-আকাঙ্ক্ষা বিসর্জন দেয়। ২০২৩ সালে টরন্টো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রিমিয়ারের পর, ‘সাবা’ ইতোমধ্যেই বিশ্বের ১০টিরও বেশি উৎসবে প্রদর্শিত ও প্রশংসিত হয়েছে। মেলবোর্নে সিনেমাটি ১৭ আগস্ট প্রদর্শিত হবে।
বাংলাদেশের হরর ঘরানাকে যিনি আন্তর্জাতিক অঙ্গনে এক নতুন পরিচিতি দিয়েছেন, সেই নুহাশ হুমায়ূনের অ্যান্থোলজি সিরিজ ‘২ষ’ (pett kata shaw)-এরও দুটি প্রদর্শনী থাকছে এই উৎসবে। ফ্যান্টাসি, হরর ও মিস্ট্রির মিশেলে তৈরি এই সিরিজটি লিখেছেন নুহাশ এবং তাঁর মা গুলতেকিন খান। এতে অভিনয় করেছেন আফজাল হোসেন, মোশাররফ করিম, সুমাইয়া শিমুসহ আরও অনেকে। সিরিজটি ২০ ও ২৪ আগস্ট প্রদর্শিত হবে।
এবারের উৎসবটি কিংবদন্তি পরিচালক ঋত্বিক ঘটকের জন্মশতবর্ষকে উৎসর্গ করা হয়েছে। এই উপলক্ষে, উৎসবে তাঁর দুটি রিস্টোর করা কালজয়ী সিনেমা— ‘তিতাস একটি নদীর নাম’ ও ‘মেঘে ঢাকা তারা’— প্রদর্শিত হবে, যা উৎসবকে এক ভিন্ন মাত্রা দিয়েছে।
বাংলাদেশ ছাড়াও এই উৎসবে টালিগঞ্জের ‘বাক্স বন্দী’, ‘পুরাতন’-এর মতো সিনেমাও অংশ নিচ্ছে। সব মিলিয়ে, মেলবোর্নের এই আয়োজনটি হতে চলেছে বাংলা ভাষা এবং সংস্কৃতির এক বড় উৎসব।
বাংলাফ্লো/এইচএম
Like
Dislike
Love
Angry
Sad
Funny
Wow
Comments 0