সোমবার, ৪ আগস্ট ২০২৫

গোপনীয়তা ভেদ করে প্রকাশ্যে শাকিব-বুবলীর নিউইয়র্ক ভ্রমণ

তাঁদের একসঙ্গে ঘুরে বেড়ানোর বেশ কিছু ছবি ও ভিডিও গণমাধ্যমের হাতে এসেছে, যা মুহূর্তেই ভাইরাল হয়ে গেছে।

ছবি-বাংলাফ্লো

এন্টারটেইনমেন্ট ডেস্ক

ঢাকা: শাকিব খানের ডাকেই কি তবে যুক্তরাষ্ট্রে পাড়ি জমিয়েছেন শবনম বুবলী? কিছুদিন ধরেই এমন গুঞ্জন শোনা যাচ্ছিল। এবার সেই গুঞ্জনেরই যেন প্রমাণ মিলল। নিউইয়র্কের রুজভেল্ট আইল্যান্ডের এক পার্কে ছেলে শেহজাদ খান বীর এবং শবনম বুবলীর সঙ্গে একান্তে সময় কাটাতে দেখা গেছে সুপারস্টার শাকিব খানকে। তাঁদের একসঙ্গে ঘুরে বেড়ানোর বেশ কিছু ছবি ও ভিডিও গণমাধ্যমের হাতে এসেছে, যা মুহূর্তেই ভাইরাল হয়ে গেছে।

ছবিগুলোতে দেখা যায়, একটি কালো রঙের গাড়ি থেকে নামছেন শাকিব, বুবলী এবং তাঁদের পুত্র শেহজাদ। গাড়ি থেকে নেমেই শাকিব খান ছেলের হাত ধরে এগিয়ে যাচ্ছেন এবং তাঁর পেছনে হাঁটছেন বুবলী। ধারণা করা হচ্ছে, নিউইয়র্কের বাঙালি অধ্যুষিত এলাকাগুলো এড়িয়ে, একান্তে সময় কাটানোর জন্যই তাঁরা অপেক্ষাকৃত নিরিবিলি রুজভেল্ট আইল্যান্ড বেছে নিয়েছিলেন।

প্রায় দুই বছর আগে শাকিব খান তাঁর বড় ছেলে আব্রাহাম খান জয়কে নিয়ে যুক্তরাষ্ট্রে দীর্ঘ সময় কাটিয়েছিলেন। তখন তিনি বলেছিলেন, তিনি আব্রামকে সুন্দর স্মৃতি উপহার দিতে চান। একই সঙ্গে তিনি কথা দিয়েছিলেন, সময়-সুযোগ হলে ছোট ছেলে শেহজাদ খান বীরকেও তিনি একইরকম ভালোবাসা এবং সুন্দর স্মৃতি উপহার দেবেন।

বাবার সেই কথাই যেন সত্যি হলো। শেহজাদকে কাছে পেয়ে শাকিব খান যে বাবা হিসেবে তাঁর দায়িত্ব পালন করছেন, এই ছবিগুলো তারই প্রমাণ।

এর আগে বুবলীর যুক্তরাষ্ট্রে যাওয়ার প্রসঙ্গে শাকিব খান গণমাধ্যমে বলেছিলেন, “বাবা-ছেলে মিলে কিছুটা সময় একসঙ্গে কাটাতে পারব। সব সময় তো কাজের ব্যস্ততায় সন্তানদের সময় দেওয়া হয় না, এবার চেষ্টা করব শেহজাদকে কিছু সুন্দর স্মৃতি উপহার দিতে।”

ব্যক্তিগত জীবনে বিচ্ছেদ থাকলেও, সন্তানের জন্য দুই তারকার এই একত্রিত হওয়া এবং শাকিব খানের পিতৃসুলভ আচরণ— সবকিছুই তাঁর ভক্তদের কাছে ব্যাপক প্রশংসিত হচ্ছে। জানা গেছে, চলতি আগস্ট মাসেই শাকিব খানের দেশে ফেরার কথা রয়েছে।

বাংলাফ্লো/এইচএম 

Post Reaction

👍

Like

👎

Dislike

😍

Love

😡

Angry

😭

Sad

😂

Funny

😱

Wow

Leave a Comment

Comments 0