সোমবার, ৪ আগস্ট ২০২৫

আন্তর্জাতিক পুরস্কার জয়ী ‘মেঘের কপাট’ এবার ওটিটিতে

প্রেক্ষাগৃহে সাফল্যের পর, বন্ধু দিবস উপলক্ষ্যে এবারই প্রথম কোনো ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পেল সিনেমাটি এবং দর্শকরা সম্পূর্ণ বিনামূল্যে এটি উপভোগ করতে পারবেন।

ছবি-সংগৃহীত

এন্টারটেইনমেন্ট ডেস্ক

ঢাকা: বন্ধু দিবস উপলক্ষে দর্শকদের জন্য এক বিশেষ উপহার নিয়ে এলো দেশীয় ওটিটি প্ল্যাটফর্ম টফি। আজ, রবিবার (৩ আগস্ট) বন্ধু দিবসে প্ল্যাটফর্মটিতে মুক্তি পেয়েছে আন্তর্জাতিকভাবে প্রশংসিত এবং পুরস্কারপ্রাপ্ত চলচ্চিত্র ‘মেঘের কপাট’। প্রেক্ষাগৃহে সাফল্যের পর, এবারই প্রথম কোনো ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পেল সিনেমাটি এবং দর্শকরা সম্পূর্ণ বিনামূল্যে এটি উপভোগ করতে পারবেন।

ওয়ালিদ আহমেদের চিত্রনাট্য ও পরিচালনায় নির্মিত এই চলচ্চিত্রটি মুক্তির আগেই বেশ কয়েকটি আন্তর্জাতিক পুরস্কার অর্জন করে দেশের জন্য গৌরব বয়ে এনেছে। এর মধ্যে উল্লেখযোগ্য হলো নিউইয়র্কে অনুষ্ঠিত ‘সুচিত্রা সেন আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব’-এ ‘সেরা চলচ্চিত্র’-এর পুরস্কার এবং ভারতের ‘গ্লোবাল ইন্ডিপেন্ডেন্ট ফিল্ম ফেস্টিভ্যাল-২০২৩’-এ ‘শ্রেষ্ঠ বিদেশি চলচ্চিত্র’ ও সম্মানজনক ‘রাজকাপুর পুরস্কার’ জয়।

সম্পূর্ণ শ্রীমঙ্গলে দৃশ্যায়িত এই চলচ্চিত্রটির গল্প লিখেছেন আফরোজা মোমেন। এতে অভিনয় করেছেন রাকিব হোসেন ইভন, সিন্ডি রোলিং, সাবরিনা তন্বী, আফরোজা মোমেনসহ আরও অনেকে। সিনেমার মেলোডিয়াস ঘরানার ৫টি গানের সবগুলোই লিখেছেন পরিচালক ওয়ালিদ আহমেদ এবং তাতে কণ্ঠ দিয়েছেন ভারতের জাভেদ আলী, রূপঙ্কর ও অনিন্দ্য চ্যাটার্জীর মতো জনপ্রিয় শিল্পীরা।

উল্লেখ্য, ২০২৩ সালের ৩ নভেম্বর ‘মেঘের কপাট’ বাংলাদেশের সিনেমা হলে মুক্তি পায় এবং ঢাকার ব্লকবাস্টার সিনেমাসে একটানা ৪ সপ্তাহ প্রদর্শিত হয়। পরবর্তীতে এটি সাফটা চুক্তির আওতায় ভারতেও প্রদর্শনের জন্য পাঠানো হয়েছিল। এবার টফিতে মুক্তির মাধ্যমে সিনেমাটি আরও বেশি দর্শকের কাছে পৌঁছে যাবে বলে আশা করছেন নির্মাতারা।



বাংলাফ্লো/এইচএম 

Post Reaction

👍

Like

👎

Dislike

😍

Love

😡

Angry

😭

Sad

😂

Funny

😱

Wow

Leave a Comment

Comments 0