এন্টারটেইনমেন্ট ডেস্ক
ঢাকা: ‘আপনি কী করেন?’— জনপ্রিয় কুইজ শো ‘কৌন বনেগা ক্রোড়পতি’-তে এই প্রশ্নটি তিনি প্রায়শই দর্শকদের করে থাকেন। আর যখন কোনো নারী দর্শক নিচু স্বরে উত্তর দেন, ‘আমি একজন গৃহিণী’, তখন মন খারাপ হয়ে যায় বলিউড শাহেনশাহ অমিতাভ বচ্চনের। সম্প্রতি, নিজের ব্যক্তিগত ব্লগ ‘মন কি বাত’-এ তিনি গৃহিণীদের এই অক্লান্ত পরিশ্রম এবং তাঁদের আত্মমর্যাদা নিয়ে এক শক্তিশালী বার্তা দিয়েছেন।
অমিতাভ বচ্চন তাঁর ব্লগে লিখেছেন, গৃহিণীদের নিচু স্বরে তাঁদের পরিচয় দেওয়া উচিত নয়। তিনি প্রশ্ন তুলেছেন, “আপনি কেন নিচু স্বরে বলেন? না, আপনার কখনোই নিচু স্বরে বলা উচিত নয়। গর্বের সঙ্গে বলুন যে আপনি একজন গৃহিণী। ঘর পরিচালনা করা সহজ নয়।”
তিনি মনে করেন, একজন নারীকে ঘর সামলানো, স্বামীর যত্ন নেওয়া, সন্তানদের দেখভাল করা এবং সবার জন্য রান্না করার মতো যে গুরু দায়িত্ব পালন করতে হয়, তা কোনোভাবেই কোনো সহজ কাজ নয়।
এই প্রসঙ্গে, অমিতাভ বচ্চন কোভিড-১৯ মহামারীর সময়ের কথাও স্মরণ করিয়ে দেন। তিনি লেখেন, লকডাউনের সময়, যখন পুরুষরা বাড়ির কাজে স্ত্রীকে সাহায্য করতে বাধ্য হয়েছিলেন, তখন তাঁরা আসল সত্যিটা উপলব্ধি করতে পেরেছিলেন। তাঁর কথায়, “কোভিডের সময়, সমস্ত পুরুষই বুঝতে পেরেছিলেন যে তাদের স্ত্রীরা বাড়ির কতটা যত্ন নেন।”
কিংবদন্তি এই অভিনেতার এমন সংবেদনশীল এবং সম্মানজনক বার্তা সামাজিক মাধ্যমে ব্যাপক প্রশংসিত হচ্ছে। অনেকেই বলছেন, গৃহিণীদের এই নীরব পরিশ্রমকে তিনি যেভাবে সম্মান জানিয়েছেন, তা সত্যিই অনুপ্রেরণাদায়ক।
বাংলাফ্লো/এইচএম
Like
Dislike
Love
Angry
Sad
Funny
Wow
Comments 0