এন্টারটেইনমেন্ট ডেস্ক
ঢাকা: চলতি বছরে মুক্তি পাওয়া ব্লকবাস্টার সিনেমা ‘সাইয়ারা’ দিয়ে যিনি রাতারাতি তারকাখ্যাতি পেয়েছেন, সেই নবাগতা অভিনেত্রী অনীত পাড্ডা জানিয়েছেন, তাঁর এই সাফল্যের পেছনের পথচলা মোটেও মসৃণ ছিল না। সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন, অভিনয়ে সুযোগ পাওয়ার জন্য তিনি একসময় এতটাই মরিয়া ছিলেন যে, না বুঝেই একাধিক ভুয়া ওয়েবসাইটের ফাঁদে পড়েছিলেন।
অনীত পাড্ডা জানান, মাত্র ১৭ বছর বয়সে, অভিনয়ের সুযোগের জন্য তিনি প্রায় ৫০ থেকে ৭০টি প্রযোজনা সংস্থায় নিজের আবেদনপত্র এবং ছবি পাঠিয়েছিলেন। সেই সময়েই, তিনি কাজের প্রলোভন দেখানো একাধিক ভুয়া ওয়েবসাইটের ফাঁদে পড়েন, যারা তাঁকে অডিশনে ডাকার কথা বললেও, আদতে কিছুই হয়নি।
অনীত জানান, মাত্র ১০ বছর বয়সে স্কুলের নাটকে অভিনয় করার পরই, তিনি অভিনেত্রী হওয়ার স্বপ্ন দেখেছিলেন। কিন্তু বাবা এবং বন্ধুদের কাছ থেকে কোনো সমর্থন না পাওয়ায়, তিনি আত্মবিশ্বাসের অভাবে ভুগতেন।
তিনি বলেন, “বহু দিন পর্যন্ত নিজেকে বলতাম, ‘এ সব ভাবা মানেও বোকার মতো কাজ’। স্বপ্ন দেখাও ছেড়ে দিয়েছিলাম।”
বলিউডে ‘বহিরাগত’ হিসেবে নিজের জায়গা তৈরি করা যে কতটা কঠিন, অনীত পাড্ডার এই সংগ্রামের গল্প তারই এক বাস্তব প্রতিচ্ছবি। তবে, সব বাধা পেরিয়ে ‘সাইয়ারা’র মতো একটি সফল সিনেমার মাধ্যমে তাঁর এই প্রত্যাবর্তন, বহু নবাগতর কাছেই এক বিরাট অনুপ্রেরণা।
বাংলাফ্লো/এইচএম
Like
Dislike
Love
Angry
Sad
Funny
Wow
Comments 0