মঙ্গলবার, ৭ অক্টোবর ২০২৫

জুবিন হত্যায় নতুন মোড়: বিষপ্রয়োগ ও দুই আগন্তুকের রহস্য

আগামী ১০ অক্টোবর জুবিনের ভিসেরা পরীক্ষার রিপোর্ট আসবে এবং সেদিনই জানা যাবে, তাঁকে সত্যিই বিষ খাওয়ানো হয়েছিল কি না। তিনি আরও স্পষ্ট করে দেন, বিষপ্রয়োগের এই তত্ত্বটি পুলিশের নয়, বরং এটি অভিযুক্ত শেখরজ্যোতির জবানবন্দি।

ছবি-সংগৃহীত

এন্টারটেইনমেন্ট ডেস্ক

ঢাকা: ভারতের জনপ্রিয় সংগীতশিল্পী জুবিন গার্গের মৃত্যু রহস্যে এবার যোগ হলো নতুন চাঞ্চল্যকর তথ্য। এই মামলায় গ্রেপ্তার হওয়া, জুবিনেরই ব্যান্ডের ড্রামার শেখরজ্যোতি গোস্বামী পুলিশের কাছে দাবি করেছেন, জুবিনকে পানিতে ডুবিয়ে মারা হয়নি, বরং তাঁকে বিষ প্রয়োগে হত্যা করা হয়েছে। তাঁর এই বিস্ফোরক জবানবন্দির পাশাপাশি, পুলিশি তদন্তে উঠে এসেছে জুবিনের মৃত্যুর ২৪ ঘণ্টা আগে সিঙ্গাপুরের হোটেলে তাঁর ঘরে দুইজন অজ্ঞাতপরিচয় ব্যক্তির প্রবেশের তথ্য, যা এই মৃত্যুকে ঘিরে ষড়যন্ত্রের গন্ধকে আরও জোরালো করেছে।

গ্রেপ্তার হওয়া ড্রামার শেখরজ্যোতি গোস্বামী পুলিশকে জানিয়েছেন, জুবিন একজন ভালো সাঁতারু ছিলেন, তাই তাঁর পক্ষে পানিতে ডুবে মৃত্যু অসম্ভব। তিনি সরাসরি অভিযোগ করেছেন, গায়কের ম্যানেজার সিদ্ধার্থ শর্মা এবং উৎসবের আয়োজক শ্যামকানু মোহন্ত মিলেই ষড়যন্ত্র করে জুবিনকে বিষ খাইয়েছেন।

এই বিষয়ে আসামের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা জানিয়েছেন, আগামী ১০ অক্টোবর জুবিনের ভিসেরা পরীক্ষার রিপোর্ট আসবে এবং সেদিনই জানা যাবে, তাঁকে সত্যিই বিষ খাওয়ানো হয়েছিল কি না। তিনি আরও স্পষ্ট করে দেন, বিষপ্রয়োগের এই তত্ত্বটি পুলিশের নয়, বরং এটি অভিযুক্ত শেখরজ্যোতির জবানবন্দি।

পুলিশি তদন্তে জানা গেছে, জুবিনের মৃত্যুর আগের দিন, সিঙ্গাপুরের হোটেলে তাঁর ঘরে দুজন অজ্ঞাতপরিচয় ব্যক্তিকে প্রবেশাধিকার দেওয়া হয়েছিল। সেই ঘরের চাবি ছিল শুধুমাত্র জুবিন এবং তাঁর ম্যানেজার সিদ্ধার্থ শর্মার কাছে। এই নিয়ে সিদ্ধার্থ এবং আয়োজক শ্যামকানু একে অপরের ওপর দোষ চাপাচ্ছেন।

সব মিলিয়ে, জুবিন গার্গের মৃত্যু নিছকই দুর্ঘটনা, নাকি এক পরিকল্পিত হত্যাকাণ্ড— এই প্রশ্নই এখন বড় হয়ে দেখা দিয়েছে। ভিসেরা রিপোর্ট এবং দুই আগন্তুকের পরিচয়ই হয়তো এই রহস্যের জট খুলতে পারবে।

বাংলাফ্লো/এইচএম 

Post Reaction

👍

Like

👎

Dislike

😍

Love

😡

Angry

😭

Sad

😂

Funny

😱

Wow

Leave a Comment

Comments 0