এন্টারটেইনমেন্ট ডেস্ক
ঢাকা: দুই বাংলাতেই তিনি সমান জনপ্রিয়। কিন্তু এবার, ভারতের পশ্চিমবঙ্গে দুর্গাপূজার এক কার্নিভালে অতিথি হিসেবে আমন্ত্রণ পাওয়ায়, জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসানকে নিয়ে তৈরি হলো রাজনৈতিক বিতর্ক। রাজ্য সরকার আয়োজিত অনুষ্ঠানে একজন বাংলাদেশি অভিনেত্রীকে আমন্ত্রণ জানানোকে ‘মা দুর্গার অপমান’ বলে আখ্যায়িত করে, বিক্ষোভ দেখিয়েছে ভারতীয় জনতা পার্টি (বিজেপি)।
রবিবার (৫ অক্টোবর), পশ্চিম বর্ধমান জেলার দুর্গাপুরে আয়োজিত দুর্গাপূজার কার্নিভালের চতুর্থ বর্ষের অনুষ্ঠানে, মূল আকর্ষণ হিসেবে উপস্থিত ছিলেন জয়া আহসান। তিনি মঞ্চে রবীন্দ্রসংগীত পরিবেশন করেন এবং দর্শকদের সঙ্গে কথাও বলেন।
কিন্তু, জয়া মঞ্চ ছেড়ে যাওয়ার পরই, স্থানীয় বিজেপি কর্মীরা তীব্র প্রতিক্রিয়া দেখায় এবং বিক্ষোভ-মানববন্ধন শুরু করে।
বিক্ষোভকারীরা অভিযোগ করে বলেন:
মঞ্চে একজন বাংলাদেশি অভিনেত্রীকে আমন্ত্রণ করা “মা দুর্গাকে অপমানের সমতুল্য”।
এটি রাজ্যের নিজস্ব শিল্পী এবং সাংস্কৃতিক প্রতিভাকে উপেক্ষা ও অসম্মান করার সামিল।
একজন বাংলাদেশি নাগরিককে কার্নিভালে আমন্ত্রণ জানানো একটি “দায়িত্বজ্ঞানহীন ও প্রশ্নযুক্ত সিদ্ধান্ত”, যা দেশের সাংস্কৃতিক পরিচয়কে ক্ষতিগ্রস্ত করছে।
যদিও জয়া আহসানকে সরাসরি এই বিক্ষোভের মুখোমুখি হতে হয়নি, তবে একজন জনপ্রিয় এবং সমাদৃত শিল্পীকে ঘিরে এমন রাজনৈতিক বিতর্ক তৈরি হওয়ায়, দুই বাংলার সাংস্কৃতিক মহলে ব্যাপক আলোচনার সৃষ্টি হয়েছে। বিশৃঙ্খলা এড়াতে, স্থানীয় প্রশাসন পুরো পরিস্থিতি পর্যবেক্ষণ করছে।
বাংলাফ্লো/এইচএম
Like
Dislike
Love
Angry
Sad
Funny
Wow
Comments 0