এন্টারটেইনমেন্ট ডেস্ক
ঢাকা: ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে এবার র্যাম্প মডেল হিসেবে দেখতে চাইলেন বলিউড অভিনেত্রী ও বিজেপি সাংসদ কঙ্গনা রানাউত। তিনি মনে করেন, প্রধানমন্ত্রী মোদি যদি র্যাম্পে হাঁটেন, তবে তিনি ফ্যাশন দুনিয়ায় এক বিরাট সাড়া ফেলতে পারবেন। কঙ্গনার এই মন্তব্যে অবাক হয়েছেন নেটিজেনদের অনেকেই।
সম্প্রতি দিল্লির একটি ফ্যাশন শো-তে ‘শো-স্টপার’ হিসেবে অংশ নিয়েছিলেন কঙ্গনা রানাউত। সেখানেই এক সাক্ষাৎকারে তাঁকে প্রশ্ন করা হয়, রাজনীতির জগৎ থেকে কে সবচেয়ে ভালো র্যাম্পে হাঁটতে পারবেন?
এক মুহূর্তও না ভেবে, কঙ্গনা উত্তর দেন, “অবশ্যই আমাদের প্রধানমন্ত্রী। তিনি অসাধারণ হাঁটবেন র্যাম্পে। ওঁর স্টাইল অসাধারণ।”
প্রধানমন্ত্রীর ভূয়সী প্রশংসা করে কঙ্গনা আরও বলেন, “সব কিছু নিয়েই খুব ওয়াকিবহাল থাকেন উনি। শুধুই রাজনীতি নিয়ে নয়, সমাজের সব কিছু নিয়ে অবগত। তাই আমি মনে করি, ফ্যাশন শোতে তিনি দারুণ ‘শো-স্টপার’ হতে পারেন।”
দিল্লির এই ফ্যাশন শো-তে কঙ্গনাকে একটি আইভরি রঙের এমব্রয়ডারি করা শাড়ি এবং ভারী সোনার গয়নায় দেখা যায়। তাঁর এই রূপ অনেককেই ‘ফ্যাশন’ সিনেমায় তাঁর র্যাম্প মডেলের ভূমিকার কথা মনে করিয়ে দিয়েছে।
উল্লেখ্য, কঙ্গনা রানাউত ২০২৪ সালে বিজেপির হয়ে লোকসভা নির্বাচনে জয়ী হয়ে সংসদ সদস্য হন। তাঁর শেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ছিল ‘ইমার্জেন্সি’, যা তিনি নিজেই পরিচালনা করেছেন।
বাংলাফ্লো/এইচএম
Like
Dislike
Love
Angry
Sad
Funny
Wow
Comments 0