এন্টারটেইনমেন্ট ডেস্ক
ঢাকা: ‘গুলাম’, ‘কুচ কুচ হোতা হ্যায়’, ‘ব্ল্যাক’, ‘মর্দানি’— দীর্ঘ ৩০ বছরের ক্যারিয়ারে তিনি উপহার দিয়েছেন অসংখ্য কালজয়ী সিনেমা, জিতেছেন বহু পুরস্কার। কিন্তু এতদিন অধরা ছিল ভারতের রাষ্ট্রীয় স্বীকৃতি। অবশেষে সেই অপেক্ষার অবসান ঘটল। ৭১তম জাতীয় চলচ্চিত্র পুরস্কারে ‘মিসেস চ্যাটার্জি ভার্সেস নরওয়ে’ সিনেমায় এক মায়ের মর্মস্পর্শী অভিনয়ের জন্য শ্রেষ্ঠ অভিনেত্রীর সম্মান পেলেন বলিউড ‘কুইন’ রানি মুখার্জি।
ক্যারিয়ারের প্রথম জাতীয় পুরস্কার পেয়ে আপ্লুত এবং অভিভূত রানি মুখার্জি। এক দীর্ঘ বিবৃতিতে তিনি বলেন, “আমার ৩০ বছরের অভিনয়জীবনের এটা প্রথম জাতীয় পুরস্কার। একজন শিল্পী হিসেবে আমি ভাগ্যবান যে কিছু অভিনব সিনেমায় কাজ করেছি... এই মুহূর্তটা আমি আমার জীবনের পুরো দল, প্রযোজক এবং পরিচালকের সঙ্গে ভাগ করে নিতে চাই। এই স্বীকৃতি আমার ৩০ বছরের কাজ আর কাজের প্রতি আমার নিষ্ঠারই প্রমাণ।”
২০২৩ সালে মুক্তি পাওয়া ‘মিসেস চ্যাটার্জি ভার্সেস নরওয়ে’ সিনেমাটি এক সত্য ঘটনা অবলম্বনে নির্মিত, যেখানে এক মা তাঁর সন্তানদের ফিরে পাওয়ার জন্য একটি দেশের বিরুদ্ধে লড়াই করেছিলেন। রানি জানান, একজন মা হিসেবে এই গল্পটি তাঁর হৃদয়কে চূর্ণবিচূর্ণ করেছিল।
তিনি বলেন, “সত্যিই সন্তানের প্রতি একজন মায়ের ভালোবাসা হয় শর্তহীন। মা হওয়ার পর তা আমি অনুভব করেছি। তাই এই জয়, এই সিনেমা আমার জন্য অত্যন্ত আবেগের এবং ব্যক্তিগত।” এই অনুভূতি থেকেই তিনি তাঁর এই পুরস্কারটি বিশ্বের সকল মায়ের প্রতি উৎসর্গ করেছেন।
রানি তাঁর বিবৃতিতে ভক্তদের প্রতিও কৃতজ্ঞতা জানাতে ভোলেননি। তিনি বলেন, “আমার ৩০ বছরের ক্যারিয়ারে তারা আমাকে নিরলসভাবে সমর্থন করে এসেছেন। আপনাদের শর্তহীন ভালোবাসা আর সমর্থন আমার কাছে সব... আপনাদের ব্যতীত আজ আমি কিছুই হতে পারতাম না।”
১৯৯৬ সালে ‘রাজা কি আয়েগি বরাত’ দিয়ে বলিউডে যাত্রা শুরু করা রানির এই জাতীয় পুরস্কার প্রাপ্তিকে তাঁর ক্যারিয়ারের এক যোগ্য স্বীকৃতি হিসেবেই দেখছেন সমালোচক ও দর্শকরা।
বাংলাফ্লো/এইচএম
Like
Dislike
Love
Angry
Sad
Funny
Wow
Comments 0