Logo

জিম্বাবুয়ের পর প্রতিপক্ষ হিসেবে আরব আমিরাতকে বেছে নিল বাংলাদেশের টাইগাররা

সংযুক্ত আরব আমিরাতে যাবেন নাজমুল হোসেন শান্তরা, দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের জন্য।

বাংলাদেশ ক্রিকেট

স্পোর্টস ডেস্ক

ঢাকা: পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে পাকিস্তান সফরে যাবে বাংলাদেশ। কিন্তু এর আগে প্রস্তুতি হিসেবে সংযুক্ত আরব আমিরাতে যাবেন নাজমুল হোসেন শান্তরা, দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের জন্য।

শুক্রবার (২ মে) আসন্ন এই সিরিজের সূচি ঘোষণা হলো।

আগামী ১৭ ও ১৯ মে ম্যাচ দুটি অনুষ্ঠিত হবে শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে। স্থানীয় সময় সন্ধ্যা ৭টায় ও বাংলাদেশ সময় রাত ৯টায় শুরু হবে ম্যাচ দুটো।

আরব আমিরাতের বিপক্ষে দ্বিতীয়বার টি-টোয়েন্টি সিরিজ খেলবে বাংলাদেশ। সর্বশেষ ২০২২ সালের সেপ্টেম্বরে দুই ম্যাচের সিরিজে মুখোমুখি হয়েছিল দুই দল। যদিও টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতি সারতেই সেই সফরের আয়োজন করে বিসিবি।

আরব আমিরাতের বিপক্ষে আসন্ন এই সিরিজ শেষ করে বাংলাদেশ যাবে পাকিস্তানে। ২৫ মে ফয়সালাবাদে অনুষ্ঠিত হবে প্রথম ম্যাচ, ২৭ মে দ্বিতীয় ম্যাচের ভেন্যুও একই। সিরিজের বাকি তিন ম্যাচ ৩০ মে, ১ ও ৩ জুন। সবগুলো ম্যাচই শুরু হবে বাংলাদেশ সময় রাত ৯টায়।

বাংলাফ্লো/এসও

Related Posts খেলা

Leave a Comment

Comments 0