এন্টারটেইনমেন্ট ডেস্ক
ঢাকা: তিনি একাধারে একজন মুক্তিযোদ্ধা, তুখোড় ছাত্রনেতা এবং বাংলা চলচ্চিত্রের কিংবদন্তি অভিনেতা, পরিচালক ও প্রযোজক। সেই সোহেল রানা এখন দীর্ঘদিন ধরে অসুস্থতার সঙ্গে লড়ছেন। হাসপাতালের চিকিৎসা ব্যবস্থা খুব কাছ থেকে দেখার অভিজ্ঞতা থেকেই এবার দেশের স্বাস্থ্যখাতের কিছু অনিয়ম এবং বাণিজ্যিকীকরণ নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করলেন তিনি।
আজ, রবিবার (৩ আগস্ট) নিজের ফেসবুক ওয়ালে দেওয়া এক পোস্টে তিনি দাবি করেন, কিছু বেসরকারি হাসপাতালের মালিকদের কারণেই ডাক্তাররা ‘সেবা’কে বাদ দিয়ে ‘ব্যবসায়ী’ হয়ে উঠতে বাধ্য হচ্ছেন।
ফেসবুক পোস্টে সোহেল রানা লেখেন, “কিছু হাসপাতালের মালিক আছেন যারা ডাক্তারদের টার্গেট দিয়ে দেন। সেই টার্গেটে ব্যবসা হলে তার সম্মান এবং সম্মানী বাড়ে। তাই অনেক ডাক্তারদের ইচ্ছের বাইরেও অনেক টেস্ট দিতে হয়।” তিনি আরও অভিযোগ করেন, কম টাকা বেতন দেওয়ার জন্য অনেক হাসপাতাল ইন্টার্নশিপ শেষ করা নতুন ডাক্তারদেরই চাকরিতে নিয়োগ দেয়।
দেশের মেধাবী চিকিৎসকদের বিদেশে চলে যাওয়া নিয়েও আক্ষেপ প্রকাশ করেন এই বর্ষীয়ান অভিনেতা। তিনি লেখেন, “যারা বড় ডাক্তার তাদের অনেকেই স্বপ্নের জীবনের জন্য বিদেশের পথে পাড়ি জমান। কিন্তু ডাক্তার বানানোর জন্য যে টাকা পয়সা সরকার খরচ করেন তাদের পেছনে সেটা জনগণের টাকা। তাই জনগণের প্রতি তাদের দায়িত্ব আছে।”
তিনি একটি সমাধানের প্রস্তাব দিয়ে বলেন, চিকিৎসকরা একটি নির্দিষ্ট সময় পর্যন্ত বিদেশে চাকরি করতে পারবেন, কিন্তু তারপর তাঁদের দেশে ফিরে এসে জনগণের সেবা করা উচিত।
তবে সবশেষে, যে সমস্ত মালিক এবং নামকরা ডাক্তার দেশেই থেকে মানুষের সেবা করছেন, তাঁদের প্রতি “সশ্রদ্ধ সালাম” জানাতেও ভোলেননি এই কিংবদন্তি। দীর্ঘদিন ধরে অসুস্থ থাকা সোহেল রানার এমন পর্যবেক্ষণমূলক এবং সাহসী পোস্ট সামাজিক মাধ্যমে ব্যাপক সমর্থন পেয়েছে।
বাংলাফ্লো/এইচএম
Like
Dislike
Love
Angry
Sad
Funny
Wow
Comments 0