Logo

সব বিতর্ক পেছনে ফেলে আবারও গ্ল্যামার জগতে ফিরলেন ফারিয়া

রোজার ঈদে ‘জ্বীন ৩’ সিনেমায় দেখা যাওয়ার পর, জুলাই আন্দোলনকে কেন্দ্র করে এক মামলায় নাম জড়িয়ে পড়ে নুসরাত ফারিয়ার এবং তাঁকে জেলেও যেতে হয়। কিছুদিন আগে জামিনে মুক্তি পেয়ে তিনি চিকিৎসকের পরামর্শে বিশ্রামে ছিলেন।

ছবি-বাংলাফ্লো

এন্টারটেইনমেন্ট ডেস্ক

ঢাকা: জুলাই আন্দোলন ঘিরে আইনি জটিলতায় জড়িয়ে পড়া এবং কারাগার থেকে জামিনে মুক্তি পাওয়ার পর বেশ কিছুদিন ধরেই আলোচনা থেকে দূরে ছিলেন চিত্রনায়িকা নুসরাত ফারিয়া। অবশেষে সব বিতর্ক ও কঠিন সময়কে পেছনে ফেলে আবারও সামাজিক মাধ্যমে স্বমহিমায় ফিরেছেন তিনি। সম্প্রতি নিজের দুটি ভিন্ন লুকের একটি ভিডিও প্রকাশ করেছেন তিনি, যা প্রকাশের সঙ্গে সঙ্গেই ভাইরাল হয়ে গেছে এবং ভক্তরা তাঁর রূপের প্রশংসায় পঞ্চমুখ।

এক মিনিটের ওই ভিডিওতে নুসরাত ফারিয়াকে দুটি অসাধারণ লুকে দেখা গেছে।

প্রথম লুকে, তাঁকে একটি জমকালো লাল বেনারসি শাড়িতে রাজকীয় সাজে দেখা যায়। সঙ্গে ছিল ভারী গহনা— কপালে টিকলি, কানে ঝুমকা, গলায় চওড়া নেকলেস এবং হাতে মানানসই চুড়ি। এই সাজে তাঁকে এক রাজসিক আভিজাত্যের প্রতীক বলে মনে হয়েছে।

দ্বিতীয় লুকে, তাঁকে দেখা গেছে একটি স্নিগ্ধ সাদা পোশাকে। কানে দুল, গলায় চিকন চোকার এবং হাতে ব্রেসলেটের সঙ্গে চুলে বিনুনি আর মুখে মিষ্টি হাসি— তাঁর এই রূপটিও ভক্তদের মন কেড়েছে।

চলতি বছরের রোজার ঈদে ‘জ্বীন ৩’ সিনেমায় দেখা যাওয়ার পর, জুলাই আন্দোলনকে কেন্দ্র করে এক মামলায় নাম জড়িয়ে পড়ে নুসরাত ফারিয়ার এবং তাঁকে জেলেও যেতে হয়। কিছুদিন আগে জামিনে মুক্তি পেয়ে তিনি চিকিৎসকের পরামর্শে বিশ্রামে ছিলেন।

দীর্ঘদিন পর তাঁর এই গ্ল্যামারাস প্রত্যাবর্তনকে ভক্তরা ইতিবাচকভাবেই দেখছেন। তাঁরা মনে করছেন, নুসরাত ফারিয়া সব বাধা পেরিয়ে আবারও কাজে ফেরার জন্য নিজেকে প্রস্তুত করছেন। তাঁর এই ভিডিওটি যেন তাঁর অদম্য মানসিকতারই এক বহিঃপ্রকাশ।

বাংলাফ্লো/এইচএম 

Post Reaction

👍

Like

👎

Dislike

😍

Love

😡

Angry

😭

Sad

😂

Funny

😱

Wow

Leave a Comment

Comments 0