মঙ্গলবার, ৫ আগস্ট ২০২৫

নিকের চোখে প্রিয়াঙ্কা: ‘সবার মধ্যে সেরা’

“স্ত্রীর মধ্যে আমি একজন দারুণ সঙ্গী খুঁজে পেয়েছি। ওর গুণাবলির জন্যই আমি ভালো বাবা হয়ে উঠতে পেরেছি।”

ছবি-বাংলাফ্লো

এন্টারটেইনমেন্ট ডেস্ক

ঢাকা: বয়সের ব্যবধান নিয়ে যতই বিতর্ক হোক না কেন, বলিউড অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া এবং আমেরিকান পপ তারকা নিক জোনাস বারবার প্রমাণ করেছেন, তাঁদের ভালোবাসা সবকিছুর ঊর্ধ্বে। সম্প্রতি এক সাক্ষাৎকারে নিক জোনাস আবারও তাঁর স্ত্রীর প্রতি গভীর ভালোবাসা এবং শ্রদ্ধা প্রকাশ করেছেন। তিনি জানিয়েছেন, তিনি শুধু এই জন্মেই নয়, আগামী প্রতিটি জন্মেই প্রিয়াঙ্কাকেই তাঁর সঙ্গী হিসেবে চান।

সাক্ষাৎকারে নিক জোনাস বলেন, “আমি পুনর্জন্মে বিশ্বাসী। অবশ্যই বিশ্বাস রাখি। আগামী জন্মগুলোতেও স্ত্রীকেই সঙ্গী হিসেবে দেখতে চাই। এ চিন্তা আমাকে শান্তি দেয়।” তিনি আরও যোগ করেন, “এ জন্মে আমাদের একসঙ্গে থাকার সময়কাল খুব ক্ষুদ্র মনে হয়। পরের জন্মেও আরও ভালোবাসা বাকি রয়েছে, এটা ভেবে খুব ভালো লাগে।”

নিকের এই আবেগঘন মন্তব্য সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ার পর, ভক্ত-অনুরাগীরা মুগ্ধ হয়েছেন। একজন অনুরাগী লিখেছেন, “প্রিয়াংকার বিষয়ে নিক যা বলেন, আমি চাই আমার জন্যও কোনো পুরুষ এমন কথাই বলুক।”

নিক শুধু প্রিয়াঙ্কাকে ভালোইবাসেন না, তাঁকে অত্যন্ত সম্মানও করেন। তিনি জানান, তিনি প্রায়ই তাঁদের কন্যা মালতী মেরিকে বলেন, “তোমার মা একজন সন্ন্যাসিনী। সে কখনো খারাপ কিছু করেনি। তোমার মা সবার মধ্যে সেরা।”

নিকের মতে, প্রিয়াঙ্কার মতো একজন গুণী মানুষের সঙ্গী হতে পারাটা তাঁর জন্য এক বড় প্রাপ্তি এবং প্রিয়াঙ্কার কারণেই তিনি একজন ভালো বাবা হয়ে উঠতে পেরেছেন। তিনি বলেন, “স্ত্রীর মধ্যে আমি একজন দারুণ সঙ্গী খুঁজে পেয়েছি। ওর গুণাবলির জন্যই আমি ভালো বাবা হয়ে উঠতে পেরেছি।”

‘পাওয়ার কাপল’ হিসেবে পরিচিত এই তারকা দম্পতির এই পারস্পরিক সম্মান এবং গভীর ভালোবাসাই তাঁদের সম্পর্ককে এত মজবুত করে তুলেছে।

বাংলাফ্লো/এইচএম 

Post Reaction

👍

Like

👎

Dislike

😍

Love

😡

Angry

😭

Sad

😂

Funny

😱

Wow

Leave a Comment

Comments 0