মঙ্গলবার, ৫ আগস্ট ২০২৫

৩৬ বছর পর রজনীকান্তের সিনেমায় ‘এ’ সার্টিফিকেট

সাধারণত রজনীকান্তের সিনেমা সব বয়সের দর্শকদের জন্য নির্মিত হয়। তাঁর শেষ ‘এ’ সার্টিফিকেট পাওয়া সিনেমা ছিল ১৯৮৯ সালের ‘শিবা’। তাহলে ৩৬ বছর পর হঠাৎ কেন এই পরিবর্তন?

ছবি-বাংলাফ্লো

এন্টারটেইনমেন্ট ডেস্ক

ঢাকা: বয়স ৭৫ ছুঁই ছুঁই, কিন্তু মেগাস্টার রজনীকান্ত এখনও বক্স অফিসের রাজা। তবে এবার তিনি আসছেন এক নতুন এবং চমকপ্রদ রূপে। তাঁর বহু প্রতীক্ষিত সিনেমা ‘কুলি’-কে ভারতের সেন্ট্রাল বোর্ড অব ফিল্ম সার্টিফিকেশন (সিবিএফসি) ‘এ’ (A - Adults Only) সার্টিফিকেট দিয়েছে। এই ঘটনাটি এক নতুন রেকর্ড, কারণ দীর্ঘ ৩৬ বছরের মধ্যে এটিই রজনীকান্তের প্রথম কোনো সিনেমা, যা শুধু প্রাপ্তবয়স্কদের জন্য ছাড়পত্র পেল।

সাধারণত রজনীকান্তের সিনেমা সব বয়সের দর্শকদের জন্য নির্মিত হয়। তাঁর শেষ ‘এ’ সার্টিফিকেট পাওয়া সিনেমা ছিল ১৯৮৯ সালের ‘শিবা’। তাহলে ৩৬ বছর পর হঠাৎ কেন এই পরিবর্তন? চলচ্চিত্র বিশ্লেষকরা মনে করছেন, এর পেছনে রয়েছেন সিনেমার পরিচালক লোকেশ কানাগরাজ। যিনি তাঁর সহিংস সিনেমা নির্মাণের জন্য পরিচিত। ‘কুলি’ তাঁর সঙ্গে রজনীকান্তের প্রথম কাজ এবং এটি পরিচালকেরও প্রথম ‘এ’ রেটেড সিনেমা। ধারণা করা হচ্ছে, লোকেশ তাঁর নিজস্ব নির্মাণশৈলীর সঙ্গে কোনো আপোষ করেননি, যার ফলে সিনেমাটি এই রেটিং পেয়েছে।

আগামী ১৪ আগস্ট মুক্তি পেতে চলেছে ‘কুলি’। আর একই দিনে মুক্তি পাচ্ছে হৃতিক রোশন এবং জুনিয়র এনটিআর অভিনীত বিগ বাজেটের সিনেমা ‘ওয়ার ২’। ফলে বক্স অফিসে এক বিশাল যুদ্ধ অবশ্যম্ভাবী। অনেকেই মনে করছেন, ‘এ’ সার্টিফিকেট পাওয়ার কারণে ‘কুলি’ হিন্দিভাষী বাজারে পারিবারিক দর্শকের অভাবে পিছিয়ে পড়তে পারে। তবে ‘অ্যানিমেল’ বা ‘কবির সিং’-এর মতো ‘এ’ রেটেড সিনেমার সাম্প্রতিক সাফল্য ভিন্ন কিছুরও ইঙ্গিত দিচ্ছে।

‘কুলি’ সিনেমায় রজনীকান্তের পাশাপাশি পার্শ্ব চরিত্রে অভিনয় করেছেন আমির খান এবং নাগার্জুনের মতো বড় তারকারা, যা সিনেমাটিকে এক প্যান-ইন্ডিয়ান মাত্রা দিয়েছে। সব মিলিয়ে, ‘এ’ সার্টিফিকেট, লোকেশ কানাগরাজের পরিচালনা এবং ‘ওয়ার ২’-এর সঙ্গে বক্স অফিস সংঘর্ষ— এই সবকিছুই ‘কুলি’-কে বছরের অন্যতম আলোচিত এবং প্রতীক্ষিত সিনেমায় পরিণত করেছে।

বাংলাফ্লো/এইচএম 

Post Reaction

👍

Like

👎

Dislike

😍

Love

😡

Angry

😭

Sad

😂

Funny

😱

Wow

Leave a Comment

Comments 0