এন্টারটেইনমেন্ট ডেস্ক
ঢাকা: তিনি দেশের অন্যতম জনপ্রিয় এবং প্রশংসিত অভিনেতা। বাংলাদেশ থেকে শুরু করে আন্তর্জাতিক অঙ্গনেও যাঁর অভিনয়ের খ্যাতি ছড়িয়ে পড়েছে। কিন্তু এত সাফল্য এবং ভালোবাসার পরেও, নন্দিত অভিনেতা মোশাররফ করিম মাঝে মাঝে অভিনয় ছেড়ে দেওয়ার কথা ভাবেন। সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি তাঁর এই ভাবনার কথা জানিয়েছেন। শুধু তাই নয়, অভিনয় ছেড়ে দিলে লেখালেখি বা সাংবাদিকতার মতো সৃজনশীল পেশায় যুক্ত হওয়ার ইচ্ছাও প্রকাশ করেছেন তিনি।
মোশাররফ করিম বলেন, “মাঝে মাঝে মনে হয় অভিনয় ছেড়ে দেব।” তবে এই ভাবনাকে তিনি বেশিক্ষণ স্থায়ী হতে দেন না। তিনি যোগ করেন, “কিন্তু ১০-১২ দিনের বেশি ঘরে বসে থাকতে পারি না। তখন বুঝি, এটা ছাড়া আমি আর কিছু করতে পারি না। আসলে আমি অন্য কিছু উপভোগও করি না।” তাঁর এই কথাতেই অভিনয়ের প্রতি তাঁর গভীর ভালোবাসা এবং আসক্তি ফুটে ওঠে।
অভিনয়ের বাইরে তাঁর আর কোন বিষয়ে আগ্রহ আছে? এই প্রশ্নের জবাবেই বেরিয়ে আসে এক নতুন তথ্য। মোশাররফ করিম বলেন, “চাকরি করার কথা ভাবতেই পারি না। কিন্তু লেখালেখি করতে ইচ্ছে করে, সাংবাদিকতা করতেও ইচ্ছা করে।”
তিনি তাঁর স্বপ্নের কথাও জানান। বলেন, “অনেক আগেই ভাবতাম, তারিক ভাইয়ের (তারিক আনাম খান) ইন্টারভিউ নিই। আবার হায়াত ভাইয়ের (আবুল হায়াত) দীর্ঘ ইন্টারভিউ নেওয়ার ইচ্ছাও জাগে মাঝে মাঝে।”
তাঁর মতে, সাংবাদিকতা শুধু একটি পেশা নয়, এটি একটি সৃজনশীল কাজ, যার মাধ্যমে একজন মানুষের ভেতরের সত্তা এবং উপলব্ধি সম্পর্কে জানা যায়। তিনি বলেন, “কোনো দিন অভিনয় ছেড়ে দিলে সাংবাদিকতা করতেও পারি। এই পেশাকে আমি ভীষণ শ্রদ্ধাও করি।”
এদিকে, মোশাররফ করিমের অভিনয়ের সাফল্য দেশের গণ্ডি পেরিয়ে বিদেশেও সমাদৃত হচ্ছে। বর্তমানে যুক্তরাষ্ট্রের ডালাসে অনুষ্ঠিতব্য ‘৮ম বেঙ্গলি ফিল্ম ফেস্টিভ্যাল অব ডালাস ২০২৫’-এ প্রদর্শিত হচ্ছে তাঁর অভিনীত স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘আবর্ত–দ্য সার্কেল’, যেখানে তাঁর সঙ্গে অভিনয় করেছেন তাঁর স্ত্রী রোবেনা রেজা জুঁই।
বাংলাফ্লো/এইচএম
Like
Dislike
Love
Angry
Sad
Funny
Wow
Comments 0