শুক্রবার, ৫ সেপ্টেম্বর ২০২৫

গোপনে বাগদান সেরেও কেন এক হতে পারেননি অক্ষয়-রাভিনা?

১৯৯৯ সালে রাভিনা এক সাক্ষাৎকারে বলেন, অক্ষয় কুমার ভয় পেয়েছিলেন যে, বাগদানের খবর প্রকাশ্যে এলে তাঁর ‘খিলাড়ি’ ইমেজ নষ্ট হয়ে যাবে এবং তিনি তাঁর নারী ভক্তদের হারাবেন।

ছবি-সংগৃহীত

এন্টারটেইনমেন্ট ডেস্ক

ঢাকা: নব্বইয়ের দশকে ‘টিপ টিপ বারসা পানি’ গানে তাঁদের রসায়ন আজও দর্শকদের মনে ঝড় তোলে। পর্দার সেই প্রেম গড়িয়েছিল বাস্তবেও। এমনকি, লুকিয়ে বাগদান পর্যন্ত সেরে ফেলেছিলেন তাঁরা। কিন্তু শেষ পর্যন্ত সেই সম্পর্ক পরিণতি পায়নি। বলিউডের অন্যতম চর্চিত জুটি, অক্ষয় কুমার এবং রাভিনা ট্যান্ডনের সেই ভাঙা প্রেমের কথাই নতুন করে আলোচনায়।

‘মোহরা’, ‘ম্যায় খিলাড়ি তু আনাড়ি’র মতো সুপারহিট সিনেমায় কাজ করতে গিয়েই অক্ষয় কুমার এবং রাভিনা ট্যান্ডন একে অপরের কাছাকাছি আসেন। শোনা যায়, তাঁরা একটি মন্দিরে গোপনে বাগদানও সেরে ফেলেছিলেন, যেখানে তাঁদের দুই পরিবারও উপস্থিত ছিল।

কিন্তু কেন ভাঙল সেই সম্পর্ক?

১৯৯৮ সালে রেডিফ-কে দেওয়া এক সাক্ষাৎকারে অক্ষয় কুমার বলেন, “এটা শুধু একটা বাগদান ছিল, যা পরে ভেঙে যায়। কিন্তু আমরা কখনও বিয়ে করিনি, এটা দয়া করে জেনে রাখুন।”

১৯৯৯ সালে রাভিনা এক সাক্ষাৎকারে বলেন, অক্ষয় কুমার ভয় পেয়েছিলেন যে, বাগদানের খবর প্রকাশ্যে এলে তাঁর ‘খিলাড়ি’ ইমেজ নষ্ট হয়ে যাবে এবং তিনি তাঁর নারী ভক্তদের হারাবেন।

তবে ভারতীয় গণমাধ্যমের বিভিন্ন প্রতিবেদনে বলা হয়, রাভিনার সঙ্গে সম্পর্কে থাকাকালীনই অক্ষয় অভিনেত্রী শিল্পা শেঠির সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়েছিলেন, যা রাভিনা মেনে নিতে পারেননি।

এই বিচ্ছেদের পর, অক্ষয় কুমার ২০০১ সালে টুইঙ্কেল খান্নাকে বিয়ে করেন এবং তাঁদের দুই সন্তান— আরভ ও নিতারা। অন্যদিকে, রাভিনা ট্যান্ডনও ব্যবসায়ী অনিল থান্ডানিকে বিয়ে করে সুখে সংসার করছেন। তাঁদের দুই সন্তান— রণবীরবর্ধন ও রাশা। এর আগে ১৯৯৫ সালে পূজা ও ছায়া নামে দুই কন্যাকে দত্তকও নিয়েছিলেন তিনি।

যদিও তাঁদের বাস্তব জীবনের প্রেম টেকেনি, তবে অক্ষয়-রাভিনা জুটির পর্দার রসায়ন আজও বলিউডের ইতিহাসে অমর হয়ে আছে।

বাংলাফ্লো/এইচএম 

Post Reaction

👍

Like

👎

Dislike

😍

Love

😡

Angry

😭

Sad

😂

Funny

😱

Wow

Leave a Comment

Comments 0