শুক্রবার, ৫ সেপ্টেম্বর ২০২৫

পাঞ্জাবের বন্যায় তারকাদের মানবিক মুখ

বলিউড বাদশা শাহরুখ খান যেমন বার্তা দিয়ে প্রার্থনা করেছেন, তেমনই দিলজিৎ দোসাঞ্জ এবং অ্যামি ভির্কের মতো তারকারা সরাসরি ত্রাণকাজে অংশ নিয়েছেন।

ছবি-সংগৃহীত

এন্টারটেইনমেন্ট ডেস্ক

ঢাকা: ভারতের পাঞ্জাব রাজ্যে বন্যা পরিস্থিতি ভয়াবহ রূপ নিয়েছে। একটানা বৃষ্টি এবং নদীর পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হওয়ায়, ইতোমধ্যেই এক হাজারেরও বেশি গ্রাম পানির নিচে তলিয়ে গেছে এবং মৃতের সংখ্যা প্রতিদিনই বাড়ছে। এই ভয়াবহ দুর্যোগের মুহূর্তে, বন্যাকবলিত মানুষদের পাশে এসে দাঁড়িয়েছেন বলিউড ও পাঞ্জাবি তারকারা। বলিউড বাদশা শাহরুখ খান যেমন বার্তা দিয়ে প্রার্থনা করেছেন, তেমনই দিলজিৎ দোসাঞ্জ এবং অ্যামি ভির্কের মতো তারকারা সরাসরি ত্রাণকাজে অংশ নিয়েছেন।

পাঞ্জাবের এই দুঃসময়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে উদ্বেগ প্রকাশ করে শাহরুখ খান লিখেছেন, “আমি অন্তর থেকে পাঞ্জাবের এমন অবস্থা দেখে আহত। আমি প্রার্থনা করছি, পাঞ্জাব দ্রুত ছন্দে ফিরুক। যেমনই হোক না কেন, পাঞ্জাবের প্রাণশক্তি ভাঙতে দেওয়া যাবে না। ঈশ্বর মঙ্গল করুন।” ‘বীর-জারা’র মতো সিনেমার মাধ্যমে পাঞ্জাবের সঙ্গে তাঁর এক পুরনো সম্পর্ক রয়েছে।

পাঞ্জাবি সুপারস্টার এবং গায়ক দিলজিৎ দোসাঞ্জ গুরদাসপুর ও অমৃতসরের প্রায় ১০টি গ্রামে স্বেচ্ছাসেবী সংস্থা ও স্থানীয় প্রশাসনের সঙ্গে মিলে ত্রাণ পৌঁছে দিচ্ছেন। তিনি খাবার, পানি ও চিকিৎসাসেবার মতো জরুরি কাজগুলোতে জোর দিচ্ছেন।

অন্যদিকে, আরেক জনপ্রিয় অভিনেতা ও গায়ক অ্যামি ভির্ক ঘোষণা দিয়েছেন, তিনি বন্যায় ক্ষতিগ্রস্ত অন্তত ২০০টি পরিবারের দায়িত্ব নেবেন।

রাজ্য সরকার, সেনাবাহিনী, বিএসএফ, বিমান বাহিনী এবং জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী (এনডিআরএফ) একযোগে উদ্ধারকাজ চালাচ্ছে। হেলিকপ্টারের মাধ্যমে জলমগ্ন গ্রামগুলো থেকে আটকে পড়া বাসিন্দাদের উদ্ধার করে ত্রাণশিবিরে নিয়ে যাওয়া হচ্ছে। তারকাদের এই মানবিক উদ্যোগ এবং সরকারি প্রচেষ্টা— এই দুইয়ে মিলেই পাঞ্জাব এই ভয়াবহ দুর্যোগ মোকাবিলার চেষ্টা করছে।

বাংলাফ্লো/এইচএম  

 

Post Reaction

👍

Like

👎

Dislike

😍

Love

😡

Angry

😭

Sad

😂

Funny

😱

Wow

Leave a Comment

Comments 0