শুক্রবার, ৫ সেপ্টেম্বর ২০২৫

অবশেষে বরফ গলল, বিজ্ঞাপনের সেটে বন্ধুত্ব হলো মিমি-শুভশ্রীর

শুভশ্রীকে আদরের সুরে মিমির গাল টেনে তাঁকে বলিউডের শীর্ষ নায়িকা দীপিকা পাড়ুকোনের সঙ্গে তুলনা করতে দেখা যায়।

ছবি-বাংলাফ্লো

এন্টারটেইনমেন্ট ডেস্ক

ঢাকা: টলিউডের সমীকরণে এক নতুন এবং অপ্রত্যাশিত বন্ধুত্বের অধ্যায় শুরু হলো। পরিচালক রাজ চক্রবর্তীর প্রাক্তন প্রেমিকা, অভিনেত্রী মিমি চক্রবর্তী এবং বর্তমান স্ত্রী, অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলী সম্প্রতি একসঙ্গে একটি রিল ভিডিও বানিয়ে সামাজিক মাধ্যমে ঝড় তুলেছেন। অতীতে যাঁদের মধ্যেকার ঠান্ডা সম্পর্ক নিয়ে কম জল্পনা হয়নি, এবার তাঁরাই সব ভুলে একে অপরকে আদরে ভরিয়ে দিলেন, যা দেখে মুগ্ধ তাঁদের অগণিত অনুরাগী।

জানা গেছে, মিমি এবং শুভশ্রী বর্তমানে একসঙ্গে একটি বিজ্ঞাপনের শুটিং করছেন। সেই শুটিং সেটেই তাঁদের মধ্যেকার বরফ গলেছে। আগের দিন সন্ধ্যায় দুজনে মিলে পরিকল্পনা করেই এই রিলটি বানান।

ভাইরাল হওয়া সেই রিলে, শুভশ্রীকে আদরের সুরে মিমির গাল টেনে তাঁকে বলিউডের শীর্ষ নায়িকা দীপিকা পাড়ুকোনের সঙ্গে তুলনা করতে দেখা যায়। দুই নায়িকার এই মিষ্টি মুহূর্ত দেখে, ভক্তরা তাঁদের জুটির নতুন নাম দিয়েছেন ‘মিশু’ (#Mishu) এবং এই হ্যাশট্যাগেই এখন সামাজিক মাধ্যম তোলপাড়।

একসময় পরিচালক রাজ চক্রবর্তীর সঙ্গে মিমি চক্রবর্তীর সম্পর্ক ছিল টলিউডের অন্যতম চর্চিত বিষয়। সেই সম্পর্ক ভেঙে যাওয়ার পর, ২০১৮ সালে রাজ বিয়ে করেন শুভশ্রীকে। এরপর থেকেই দুই অভিনেত্রীর মধ্যে এক ধরনের ঠান্ডা লড়াই চলছিল বলে শোনা যেত এবং তাঁদেরকে একসঙ্গে প্রকাশ্যে খুব একটা দেখা যেত না।

অবশেষে, সব পুরনো তিক্ততা ভুলে, তাঁদের এই নতুন বন্ধুত্ব টলিউডের জন্য এক ইতিবাচক বার্তা বয়ে এনেছে বলেই মনে করছেন সকলে। উৎসবের মৌসুমে তাঁদের এই পুনর্মিলন যেন এক নতুন আনন্দের আবহ তৈরি করেছে।

বাংলাফ্লো/এইচএম  

 

Post Reaction

👍

Like

👎

Dislike

😍

Love

😡

Angry

😭

Sad

😂

Funny

😱

Wow

Leave a Comment

Comments 0