এন্টারটেইনমেন্ট ডেস্ক
ঢাকা: তিনি বলিউডের ভয়ংকর খলনায়ক, আবার তিনিই ‘রাজাবাবু’র নান্দু কিংবা ‘আন্দাজ আপনা আপনা’র অবিস্মরণীয় ‘ক্রাইম মাস্টার গোগো’। তিনি শক্তি কাপুর। গতকাল, ৩ সেপ্টেম্বর, এই বর্ষীয়ান অভিনেতা ৬৭ বছরে পা রাখলেন। খলনায়ক থেকে কৌতুক অভিনেতা হয়ে ওঠা, পালিয়ে বিয়ে করা এবং বড়সড় বিতর্কে জড়ানো— তাঁর জীবন সিনেমার গল্পের চেয়ে কম নাটকীয় নয়।
শক্তি কাপুরের বলিউডে প্রবেশ এক সিনেম্যাটিক দুর্ঘটনার মাধ্যমে। একবার তাঁর গাড়ির সঙ্গে ধাক্কা লাগে সে সময়ের সুপারস্টার ফিরোজ খানের গাড়ির। গাড়ি থেকে মারমুখী ভঙ্গিতে বেরিয়েও, ফিরোজ খানকে দেখে শক্তি কাপুর নিজেকে সামলে নেন এবং সরাসরি অভিনয়ের সুযোগ চেয়ে বসেন।
পরে ফিরোজ খান তাঁর ‘কোরবানি’ সিনেমার জন্য সেই ‘বদমাশ’ ছেলেটিকেই ভিলেন হিসেবে খোঁজেন। চিত্রনাট্যকারের কাছ থেকে এই কথা শুনে শক্তি কাপুর চিৎকার করে বলেছিলেন, “আরে আমিই তো সেই বদমাশ!” এভাবেই তাঁর বলিউডে যাত্রা শুরু।
আশির ও নব্বইয়ের দশকে তিনি কাদের খানের সঙ্গে জুটি বেঁধে শতাধিক চলচ্চিত্রে খল এবং কমেডি চরিত্রে অভিনয় করে মানিকজোড় হিসেবে পরিচিতি পান। ‘চালবাজ’-এর বাটুকনাথ থেকে ‘আন্দাজ আপনা আপনা’র ক্রাইম মাস্টার গোগো— তাঁর প্রতিটি চরিত্রই আইকনিক হয়ে আছে।
অভিনেত্রী শিবাঙ্গী কোলহাপুরের প্রেমে পড়লেও, তাঁর পরিবার এই সম্পর্ক মেনে নেয়নি। অবশেষে তাঁরা পালিয়ে বিয়ে করেন। তাঁদের দুই সন্তান— অভিনেতা সিদ্ধান্ত কাপুর এবং জনপ্রিয় অভিনেত্রী শ্রদ্ধা কাপুর।
তবে তাঁর ক্যারিয়ারে একটি কালো দাগ হয়ে আছে ২০০৫ সালের কাস্টিং কাউচ বিতর্ক। একটি স্টিং অপারেশনে তিনি অভিযুক্ত হন, যার কারণে তাঁকে সাময়িকভাবে নিষিদ্ধও করা হয়েছিল।
নানা উত্থান-পতনের পরেও, প্রায় চার দশকে সাত শতাধিক ছবিতে অভিনয় করে শক্তি কাপুর আজও বলিউডের এক অবিচ্ছেদ্য অংশ হয়ে আছেন।
বাংলাফ্লো/এইচএম
Like
Dislike
Love
Angry
Sad
Funny
Wow
Comments 0