শুক্রবার, ৫ সেপ্টেম্বর ২০২৫

বিশ্বের সঙ্গে একই দিনে বাংলাদেশে মুক্তি পাচ্ছে ‘দ্য কনজ্যুরিং: লাস্ট রাইটস’

স্মার্ল পরিবার তাদের বাড়িতে এক বা একাধিক শয়তানের আক্রমণ অনুভব করে, যা অদ্ভুত গন্ধ, বিপজ্জনক আওয়াজ, কালো ছায়া এবং শারীরিক আঘাতের মতো নানা অতিপ্রাকৃত ঘটনার মাধ্যমে প্রকাশ পায়।

ছবি-সংগৃহীত

এন্টারটেইনমেন্ট ডেস্ক

ঢাকা: হলিউডের অন্যতম সফল এবং ভয়ংকর হরর ফ্র্যাঞ্চাইজি ‘দ্য কনজ্যুরিং’-এর নবম কিস্তি ‘দ্য কনজ্যুরিং: লাস্ট রাইটস’ আগামীকাল, শুক্রবার (৫ সেপ্টেম্বর) বিশ্বব্যাপী মুক্তি পেতে চলেছে। আর ভৌতিক সিনেমার ভক্তদের জন্য বড় সুখবর হলো, আন্তর্জাতিক মুক্তির দিনেই বাংলাদেশের স্টার সিনেপ্লেক্সেও মুক্তি পাবে এই ভয়ঙ্কর লোমহর্ষক সিনেমাটি।

এবারের সিনেমাটি ১৯৮৬ সালে পেনসিলভানিয়ার স্মার্ল পরিবারে ঘটে যাওয়া এক ভয়ংকর অলৌকিক ঘটনার ওপর ভিত্তি করে নির্মিত হয়েছে। গল্পে দেখা যায়, স্মার্ল পরিবার তাদের বাড়িতে এক বা একাধিক শয়তানের আক্রমণ অনুভব করে, যা অদ্ভুত গন্ধ, বিপজ্জনক আওয়াজ, কালো ছায়া এবং শারীরিক আঘাতের মতো নানা অতিপ্রাকৃত ঘটনার মাধ্যমে প্রকাশ পায়।

‘দ্য কনজ্যুরিং: দ্য ডেভিল মেইড মি ডু ইট’-এর পর আবারও পরিচালক হিসেবে ফিরেছেন মাইকেল শ্যাভস। প্যারানরমাল তদন্তকারী এড এবং লরেন ওয়ারেনের আইকনিক চরিত্রে আবারও দেখা যাবে প্যাট্রিক উইলসন এবং ভেরা ফার্মিগাকে। প্রযোজক হিসেবেও থাকছেন ফ্র্যাঞ্চাইজির মূল কারিগর জেমস ওয়ান এবং পিটার সাফরান।

২০২৩ সালে পরিচালক মাইকেল শ্যাভস ইঙ্গিত দিয়েছিলেন, এই প্রকল্পটি ফ্র্যাঞ্চাইজির আগের গল্পগুলোর ‘শেষ’ হিসেবে দেখা হবে। তাই অনেকেই ধারণা করছেন, ‘লাস্ট রাইটস’ হয়তো ওয়ারেন দম্পতির তদন্তের শেষ অধ্যায় হতে চলেছে, যা সিনেমাটি নিয়ে দর্শকদের কৌতূহলকে আরও বাড়িয়ে দিয়েছে।

সব মিলিয়ে, একটি ভয়ংকর সত্য ঘটনা, প্রিয় ওয়ারেন দম্পতির প্রত্যাবর্তন এবং একটি অধ্যায়ের সমাপ্তির ইঙ্গিত— সবকিছুই ‘দ্য কনজ্যুরিং: লাস্ট রাইটস’-কে বছরের অন্যতম প্রতীক্ষিত হরর সিনেমায় পরিণত করেছে।

বাংলাফ্লো/এইচএম  

 

Post Reaction

👍

Like

👎

Dislike

😍

Love

😡

Angry

😭

Sad

😂

Funny

😱

Wow

Leave a Comment

Comments 0