বাংলাফ্লো ডেস্ক
ঢাকা: “কেন আমার এই বেশ! তবে আমি কি দরবেশ?”— সামাজিক মাধ্যমে এমন রহস্যময় বার্তা দিয়েই নিজের নতুন নাটকের জানান দিয়েছেন জনপ্রিয় অভিনেতা মনোজ প্রামাণিক। ‘গুম’ শিরোনামের এই থ্রিলার নাটকটির গল্প সুমনা নামের এক নারীর হত্যাকাণ্ডকে কেন্দ্র করে আবর্তিত হয়েছে। এতে খুনের রহস্য উদঘাটনে নামবেন ইন্সপেক্টর তিথি, যে চরিত্রে অভিনয় করেছেন জনপ্রিয় অভিনেত্রী সামিরা খান মাহি। তরুণ নির্মাতা হাসিব আহমেদের পরিচালিত প্রথম এই নাটকটি প্রচারিত হবে আগামীকাল, শুক্রবার (৫ সেপ্টেম্বর), রাত ১০টা ৩০ মিনিটে, মাছরাঙা টেলিভিশনের পর্দায়।
নাটকটির গল্প মূলত একটি মার্ডার মিস্ট্রি। সুমনা নামের এক নারীর হত্যাকাণ্ডকে ঘিরেই এর রহস্য দানা বাঁধবে। এই খুনের তদন্তকারী পুলিশ ইন্সপেক্টর হিসেবে দেখা যাবে সামিরা খান মাহিকে। অন্যদিকে, মনোজ প্রামাণিকের চরিত্রটি কী, তা নিয়ে ইতোমধ্যেই দর্শকদের মধ্যে ব্যাপক কৌতূহল তৈরি হয়েছে। তাঁর ‘দরবেশ’ রূপ কি শুধুই ছদ্মবেশ, নাকি তিনিই এই হত্যাকাণ্ডের মূল হোতা— সেই রহস্যের জট খুলবে নাটকের শেষে।
‘গুম’ নাটকটির মাধ্যমে পরিচালক হিসেবে অভিষেক ঘটছে তরুণ নির্মাতা হাসিব আহমেদের। তাঁর প্রথম কাজেই তিনি মনোজ প্রামাণিক এবং সামিরা খান মাহির মতো জনপ্রিয় দুই তারকাকে এক ফ্রেমে নিয়ে এসেছেন। নাটকটির গল্প ও চিত্রনাট্য লিখেছেন শ্রী অভীক চন্দ্র তালুকদার এবং প্রযোজনা করেছেন এবি মামুন।
নাটকটি টেলিভিশনে প্রচারের পর MaasrangaDrama ইউটিউব চ্যানেলেও দেখা যাবে। একজন নতুন পরিচালকের ভিন্নধর্মী গল্প এবং মনোজ-মাহির নতুন রসায়ন— সবকিছু মিলিয়ে ‘গুম’ নাটকটি নিয়ে দর্শকদের প্রত্যাশা এখন তুঙ্গে।
বাংলাফ্লো/এইচএম
Like
Dislike
Love
Angry
Sad
Funny
Wow
Comments 0