এন্টারটেইনমেন্ট ডেস্ক
ঢাকা: ছোট পর্দার গণ্ডি পেরিয়ে বড় পর্দা এবং ওটিটিতেও যিনি নিজের প্রতিভার স্বাক্ষর রেখেছেন, সেই জনপ্রিয় তরুণ অভিনেত্রী সাদিয়া আয়মান এবার হাজির হলেন এক সম্পূর্ণ নতুন পরিচয়ে। অভিনয়ের পাশাপাশি, তিনি নাম লিখিয়েছেন উপস্থাপনায়। সম্প্রতি তিনি ব্রিটিশ কাউন্সিলের জন্য নির্মিত ‘কানেকশনস আনলকড’ শিরোনামের একটি বিশেষ পডকাস্ট সঞ্চালনা করেছেন।
বুধবার (৩ সেপ্টেম্বর) সাদিয়া আয়মান নিজেই তাঁর সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একগুচ্ছ ছবি পোস্ট করে এই সুখবরটি জানান। ক্যাপশনে তিনি লেখেন, “ব্রিটিশ কাউন্সিলের জন্য ‘কানেকশনস আনলকড’ শিরোনামে একটি পডকাস্টে সঞ্চালক হওয়ার সুযোগ পেয়ে আমি ভীষণ আনন্দিত ও সম্মানিত বোধ করছি।”
তিনি আরও যোগ করেন, “এই শোয়ের দুই পর্বে আমি স্বাগত জানিয়েছি চারজন অসাধারণ অতিথিকে। ...আমি সবসময় নতুন কিছু শিখতে আগ্রহী এবং এমন চ্যালেঞ্জ নিতে ভালোবাসি, যা আমাকে ব্যক্তিগত ও পেশাগতভাবে আরও এক ধাপ এগিয়ে নিয়ে যায়।”
তাঁর এই নতুন যাত্রার খবরে ভক্ত-অনুরাগীরা তাঁকে শুভেচ্ছা বার্তায় ভরিয়ে দিয়েছেন।
উল্লেখ্য, সাদিয়া আয়মান শিহাব শাহীন পরিচালিত ‘মায়াশালিক’ ওয়েব ফিল্মের মাধ্যমে ওটিটিতে এবং গিয়াস উদ্দিন সেলিম পরিচালিত ‘কাজলরেখা’ দিয়ে বড় পর্দায় অভিষেক করেন। তাঁকে সর্বশেষ গত ঈদুল আজহায় মুক্তিপ্রাপ্ত ‘উৎসব’ সিনেমায় এবং অমিতাভ রেজা চৌধুরীর ওয়েব সিরিজ ‘বোহেমিয়ান ঘোড়া’-তে দেখা গেছে। অভিনয়ের পর এবার উপস্থাপক হিসেবে তিনি কতটা সফল হন, সেটাই দেখার অপেক্ষা।
বাংলাফ্লো/এইচএম
Like
Dislike
Love
Angry
Sad
Funny
Wow
Comments 0