এন্টারটেইনমেন্ট ডেস্ক
ঢাকা: কিংবদন্তি সংগীতশিল্পী কিশোর কুমারকে নিয়ে পরিচালক অনুরাগ বসুর বায়োপিক, যেখানে নাম ভূমিকায় অভিনয় করার কথা ছিল রণবীর কাপুরের— সেই ছবিটি কেন আর তৈরি হলো না? অনেকেই ভেবেছিলেন, কিশোর কুমারের পরিবারের অনাগ্রহের কারণেই হয়তো প্রকল্পটি বন্ধ হয়ে গেছে। তবে এবার পরিচালক অনুরাগ বসু নিজেই জানালেন আসল কারণ। তিনি জানিয়েছেন, রণবীর কাপুরকে দুটি বিশাল প্রজেক্টের মধ্যে একটিকে বেছে নিতে হয়েছিল— হয় কিশোর কুমারের বায়োপিক, নয়তো নীতেশ তিওয়ারির ‘রামায়ণ’।
সম্প্রতি বিবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে অনুরাগ বসু বলেন, “রণবীরের কাছে তখন দুইটি অপশন। আর সেই দুটোর মধ্যে কোনো একটা বেছে নেওয়া ওঁর পক্ষে মারাত্মক কঠিন চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায়।” তিনি আরও বলেন, “কোন ছবিটির কাজ শুরু করবে, সেটা ভাবতে গিয়ে বেগ পেতে হয় রণবীরকে। তবে এই দুইটি ছবির মধ্যে রণবীর রামায়ণকেই বেছে নেয়।”
অনুরাগ বসু রণবীরের এই সিদ্ধান্তকে সম্মান জানিয়েছেন। তাঁর ভাষায়, “আমার মনে হয়, সেদিন সে সঠিক সিদ্ধান্ত নিয়েছিল।”
এর আগে কিশোর কুমারের ছেলে অমিত কুমার এই বায়োপিক নিয়ে কিছুটা আপত্তি জানিয়েছিলেন। তিনি বলেছিলেন, “বাবার বায়োপিক তৈরি করা অত্যন্ত কঠিন কাজ। তাই সেই চেষ্টাই করা উচিত নয়। বাবার মতো কেউ অভিনয় করতে পারবেন না।” তবে অনুরাগ বসুর কথায় এটা স্পষ্ট যে, পরিবারের আপত্তির চেয়েও রণবীরের ‘রামায়ণ’-কে বেছে নেওয়াই ছিল এই প্রজেক্ট বন্ধ হওয়ার মূল কারণ।
২০১৭ সালে ‘জাগ্গা জাসুস’ ছবিতে শেষবার একসঙ্গে কাজ করেছিলেন এই পরিচালক-অভিনেতা জুটি। আবারও একসঙ্গে কাজ করার ইচ্ছা থাকলেও, রণবীরের ব্যস্ততার কারণে তা হয়ে উঠছে না বলে জানান অনুরাগ।
সব মিলিয়ে, অনুরাগ বসুর এই স্বীকারোক্তি কিশোর কুমারের বায়োপিক নিয়ে তৈরি হওয়া দীর্ঘদিনের জল্পনার অবসান ঘটালো।
বাংলাফ্লো/এইচএম
Like
Dislike
Love
Angry
Sad
Funny
Wow
Comments 0