Logo

যে কারণে ভেঙেছিল টলিউডের সবচেয়ে জনপ্রিয় জুটির প্রেম

২০০৯ সালে রাজ চক্রবর্তীর ‘চ্যালেঞ্জ’ সিনেমার মাধ্যমে প্রথমবার জুটি বাঁধেন দেব ও শুভশ্রী। এরপর ‘পরাণ যায় জ্বলিয়া রে’, ‘খোকাবাবু’-এর মতো একের পর এক সুপারহিট সিনেমা উপহার দেন তাঁরা। ‘পরাণ যায় জ্বলিয়া রে’-এর সময়ই তাঁদের প্রেম গভীর হয় এবং শুভশ্রীর পরিবারও দেবকে মেনে নিয়েছিল।

ছবি-বাংলাফ্লো

এন্টারটেইনমেন্ট ডেস্ক

ঢাকা: একসময় টলিউডের সবচেয়ে জনপ্রিয় জুটি ছিলেন দেব ও শুভশ্রী গাঙ্গুলী। পর্দার রসায়ন গড়িয়েছিল বাস্তবেও, তাঁদের বিয়ে দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছিলেন ভক্তরা। কিন্তু সেই প্রেম পরিণতি পায়নি। বিচ্ছেদের পর প্রায় এক দশক ধরে তাঁদের আর এক ফ্রেমে দেখা যায়নি। অবশেষে, দীর্ঘদিন ধরে আটকে থাকা তাঁদের শেষ সিনেমা ‘ধূমকেতু’ এই মাসেই মুক্তি পেতে চলেছে। আর এই ছবির মুক্তির খবরেই আবারও আলোচনায় উঠে এসেছে তাঁদের পুরনো প্রেম এবং বিচ্ছেদের না বলা কথা।


২০০৯ সালে রাজ চক্রবর্তীর ‘চ্যালেঞ্জ’ সিনেমার মাধ্যমে প্রথমবার জুটি বাঁধেন দেব ও শুভশ্রী। এরপর ‘পরাণ যায় জ্বলিয়া রে’, ‘খোকাবাবু’-এর মতো একের পর এক সুপারহিট সিনেমা উপহার দেন তাঁরা। ‘পরাণ যায় জ্বলিয়া রে’-এর সময়ই তাঁদের প্রেম গভীর হয় এবং শুভশ্রীর পরিবারও দেবকে মেনে নিয়েছিল।

কিন্তু হঠাৎই তাঁদের সম্পর্কে চিড় ধরে। শোনা যায়, সেই সময় দেবের জীবনে প্রবেশ করেন মডেল রুক্মিণী মৈত্র (বর্তমানে দেবের সঙ্গী)। রুক্মিণীর সঙ্গে দেবের ঘনিষ্ঠতার খবর শুভশ্রীর কানে পৌঁছাতেই সম্পর্কের অবনতি হয় এবং একসময় তাঁদের বিচ্ছেদ ঘটে।


দীর্ঘদিন পর ‘ধূমকেতু’র মুক্তি নিয়ে যখন আবারও তাঁদের নাম একসঙ্গে উচ্চারিত হচ্ছে, তখন এই বিষয়ে মুখ খুলেছেন দুই তারকাই। শুভশ্রী জানিয়েছেন, তিনি পুরোপুরি পেশাদার। ভালো গল্প ও চরিত্র পেলে তাঁর দেবের সঙ্গে আবারও কাজ করতে কোনো আপত্তি নেই।

অন্যদিকে, দেব এক সাক্ষাৎকারে এক আবেগঘন মন্তব্য করেছেন। তিনি বলেন, “এই জন্মে শুভশ্রী তার নাম থেকে দেবকে সরাতে পারবে না, আমিও পারব না আমার নাম থেকে শুভশ্রীকে। অনস্ক্রিন জুটি হিসেবে আমরা একে অপরের সঙ্গে জড়িয়ে থাকব।”


এমনকি দেবের বর্তমান সঙ্গী রুক্মিণী মৈত্রও ‘ধূমকেতু’র মুক্তি নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করে জানিয়েছেন, দেব এই ছবিটির জন্য কতটা অপেক্ষা করছিলেন। সব মিলিয়ে, ‘ধূমকেতু’র মুক্তি যেন টলিউডের এক স্বর্ণালী অধ্যায়ের স্মৃতিকে আবারও জীবন্ত করে তুলেছে।

বাংলাফ্লো/এইচএম

Post Reaction

👍

Like

👎

Dislike

😍

Love

😡

Angry

😭

Sad

😂

Funny

😱

Wow

Leave a Comment

Comments 0