এন্টারটেইনমেন্ট ডেস্ক
ঢাকা: ৩৩ বছরের দীর্ঘ বর্ণাঢ্য ক্যারিয়ার, অগণিত ব্লকবাস্টার সিনেমা এবং কোটি কোটি ভক্তের ভালোবাসা— সবই ছিল। কিন্তু এতদিন অধরা ছিল ভারতের রাষ্ট্রীয় স্বীকৃতি। অবশেষে সেই অপেক্ষার অবসান ঘটল। শুক্রবার (১ আগস্ট) সন্ধ্যায় ভারতের ৭১তম জাতীয় চলচ্চিত্র পুরস্কারে শ্রেষ্ঠ অভিনেতার সম্মানে ভূষিত হলেন বলিউডের ‘বাদশা’ শাহরুখ খান। অ্যাটলি পরিচালিত ২০২৩ সালের সাড়া জাগানো সিনেমা ‘জওয়ান’-এ অভিনয়ের জন্য তিনি এই কাঙ্ক্ষিত পুরস্কার পেলেন।
পুরস্কারপ্রাপ্তির পর শাহরুখ খান এক আবেগঘন ভিডিও বার্তা প্রকাশ করেছেন, যেখানে তাঁকে ডান কাঁধে অর্থোপেডিক সাপোর্ট নিয়ে দেখা যায়। তিনি বলেন, “আমি কৃতজ্ঞ, গর্বিত ও অভিভূত। জাতীয় পুরস্কারে সম্মানিত হওয়া আমার জীবনের এমন একটি মুহূর্ত, যা আমি আজীবন লালন করব।”
অসুস্থ শরীর নিয়েও তিনি তাঁর স্বভাবসুলভ ভঙ্গিতে ভক্তদের উদ্দেশে বলেন, “আমি হাত বাড়িয়ে তোমাদের সঙ্গে এই ভালোবাসা ভাগ করে নিতে চাই, কিন্তু এখন কিছুটা অসুস্থ। তবে চিন্তা করো না, শুধু পপকর্ন প্রস্তুত রাখো। আমি খুব শিগগিরই প্রেক্ষাগৃহে আসছি।”
এই পুরস্কারটি শাহরুখ তাঁর কোটি ভক্তের প্রতি উৎসর্গ করে বলেন, “তোমাদের ভালোবাসা, উল্লাস, আনন্দাশ্রু—এই পুরস্কারটি তোমাদের জন্য।”
পরিবারের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে তিনি বলেন, “আমার স্ত্রী ও ছেলেমেয়েরা এত বছর ধরে আমায় এত ভালোবাসা দিয়েছে, এত যত্নে রেখেছে যে আমার মনে হয়, বাড়ির মধ্যে আমিই বাচ্চা। ...সিনেমা নিয়ে আমার পাগলামিটা তারা জানে, সেটাই তাদের থেকে আমাকে দূরে সরিয়ে দেয়। তবু তারা হাসিমুখে সবটা মেনে নেয়।”
এই সম্মান যে তাঁকে আরও ভালো কাজ করতে অনুপ্রাণিত করবে, সে কথাও জানান শাহরুখ। তিনি বলেন, “এই জাতীয় পুরস্কার কেবল একটা প্রাপ্তি নয়, এটি আমাকে মনে করিয়ে দেয় যে আমি যেটা করি, সেটা গুরুত্বপূর্ণ। ...আমি প্রতিশ্রুতি দিচ্ছি, এই পুরস্কার আমার শেষ নয়—বরং শুরু। আমি আরও শিখব, আরও দেব।”
উল্লেখ্য, সম্প্রতি ‘কিং’ সিনেমার শুটিং করতে গিয়ে শাহরুখ খান তাঁর পুরনো কাঁধের চোটে আবার আঘাত পান। চিকিৎসার জন্য তিনি লন্ডনে গিয়েছিলেন এবং বর্তমানে বিশ্রামে রয়েছেন। ৩৩ বছরের দীর্ঘ যাত্রার পর তাঁর এই জাতীয় স্বীকৃতিকে সমালোচকরা ‘সময়ের ঋণশোধ’ হিসেবেই দেখছেন।
বাংলাফ্লো/এইচএম
Like
Dislike
Love
Angry
Sad
Funny
Wow
Comments 0