Logo

সিনেমার প্রচারে ছেলেকেই ‘নেপো কিড’ বানালেন আমির

গতকাল থেকে দর্শকরা ‘আমির খান টকিস’ ইউটিউব চ্যানেলে মাত্র ১০০ টাকার বিনিময়ে সিনেমাটি দেখতে পারছেন। ভারত ছাড়াও বিশ্বের আরও ৩৮টি দেশে স্থানীয় মূল্যে ছবিটি মুক্তি দেওয়া হয়েছে।

ছবি-বাংলাফ্লো

এন্টারটেইনমেন্ট ডেস্ক

ঢাকা: বলিউডের মিস্টার পারফেকশনিস্ট আমির খান আবারও প্রমাণ করলেন, কেন তিনি অন্যদের চেয়ে আলাদা। প্রেক্ষাগৃহে সাফল্যের পর, তিনি তাঁর নতুন সিনেমা ‘সিতারে জমিন পর’-কে কোনো বড় ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি না দিয়ে, সরাসরি নিজের ইউটিউব চ্যানেলে ‘পে-পার-ভিউ’ মডেলে মুক্তি দিয়েছেন। আর এই অভিনব মুক্তির প্রচারের জন্য তিনি বানিয়েছেন এক মজাদার ভিডিও, যেখানে তিনি তাঁর নিজের ছেলে জুনায়েদ খানকে প্রকাশ্যে ‘নেপো কিড’ বলে ধমক দিয়েছেন!

জানা গেছে, প্রেক্ষাগৃহে দারুণ ব্যবসা করার পর ‘সিতারে জমিন পর’-এর জন্য আমির খানকে অ্যামাজন প্রাইম ভিডিওর পক্ষ থেকে ১২০ কোটি রুপির বিশাল অফার দেওয়া হয়েছিল। কিন্তু আমির সেই প্রস্তাব ফিরিয়ে দেন। তাঁর মূল উদ্দেশ্য ছিল, সিনেমাটি যেন সাশ্রয়ী মূল্যে বিশ্বের সব মানুষের কাছে পৌঁছে যায়।

সেই লক্ষ্যেই, গতকাল থেকে দর্শকরা ‘আমির খান টকিস’ ইউটিউব চ্যানেলে মাত্র ১০০ টাকার বিনিময়ে সিনেমাটি দেখতে পারছেন। ভারত ছাড়াও বিশ্বের আরও ৩৮টি দেশে স্থানীয় মূল্যে ছবিটি মুক্তি দেওয়া হয়েছে।

এই অনলাইন রিলিজের প্রচারের জন্যই আমির তাঁর ছেলে জুনায়েদকে নিয়ে একটি স্কিট ভিডিও বানান। সেখানে দেখা যায়, বাড়িতে বসে কেউ ইউটিউবে তাঁর সিনেমা দেখছে দেখে আমির রেগে যান এবং জানতে পারেন এই বুদ্ধিটা জুনায়েদের।

এরপর তিনি ছেলেকে বকাঝকা করতে শুরু করেন এবং নিজের দুটি ব্যর্থ সিনেমার কথা মনে করিয়ে দেন। যখন জুনায়েদ তাঁকে ভরসা রাখতে বলেন, তখন আমির কপট রাগ দেখিয়ে ছেলেকে— ‘নেপো কিড’ বলে সম্বোধন করেন।

এই মজাদার প্রচার কৌশলটি দারুণ সফল হয়েছে। তবে নেটিজেনদের একাংশ মনে করছেন, এই ভিডিওর মাধ্যমে আমির হয়তো তাঁর ছেলে জুনায়েদকে নিয়ে নিজের কোনো ব্যক্তিগত অস্বস্তিরও ইঙ্গিত রেখে দিয়েছেন। ব্যক্তিগত জীবনে বর্তমানে প্রেমিকা গৌরী স্প্র্যাটের সঙ্গে সময় কাটালেও, বড় ছেলে জুনায়েদের সঙ্গে তাঁর এই রসায়ন ভক্তদের মধ্যে নতুন আলোচনার জন্ম দিয়েছে।

বাংলাফ্লো/এইচএম 

Post Reaction

👍

Like

👎

Dislike

😍

Love

😡

Angry

😭

Sad

😂

Funny

😱

Wow

Leave a Comment

Comments 0