এন্টারটেইনমেন্ট ডেস্ক
ঢাকা: বিতর্ক যেন বলিউড অভিনেত্রী ও মডেল উর্বশী রাউতেলার পিছু ছাড়ে না। এবার তিনি খবরের শিরোনামে এসেছেন লন্ডনে তাঁর দামী হাতব্যাগ চুরির অভিযোগ তুলে। গতকাল বৃহস্পতিবার (৩১ জুলাই) সামাজিক মাধ্যমে তিনি নিজেই এই দাবি করেন। তিনি জানান, উইম্বলডন ভ্রমণের সময় লন্ডনের গ্যাটউইক বিমানবন্দরে তাঁর বহু মূল্যবান ব্যাগটি চুরি হয়ে গেছে।
উর্বশী যে ব্যাগটির কথা বলছেন, সেটি কিছুদিন আগেই আলোচনায় এসেছিল। গত ১৩ জুলাই যখন তিনি উইম্বলডনে খেলা দেখতে গিয়েছিলেন, তখন তাঁর বাদামি রঙের এই দামী ব্র্যান্ডের ব্যাগটি সবার নজর কেড়েছিল। কারণ, ব্যাগের সঙ্গে তিনি চারটি লাবুবু পুতুল জুড়ে দিয়েছিলেন। তখন সেই পুতুলগুলো আসল না নকল, তা নিয়ে সামাজিক মাধ্যমে বিতর্ক তৈরি হয়েছিল। এবার সেই আলোচিত ব্যাগটিই চুরি হয়ে গেছে বলে দাবি করেছেন অভিনেত্রী।
উর্বশী রাউতেলা তাঁর সামাজিক মাধ্যমে সেই ব্যাগের ছবি এবং তাঁর বিমানের টিকিটের ছবি শেয়ার করেছেন। তিনি সংশ্লিষ্ট বিমান সংস্থার কথা উল্লেখ করে ক্ষোভ প্রকাশ করে লিখেছেন, “অবিচার সহ্য করার অর্থ, ফের অবিচার হতে দেওয়া।” তিনি ব্যাগটি ফিরিয়ে দেওয়ার জন্য এবং এই বিষয়ে জরুরি পদক্ষেপ নেওয়ার জন্য দাবি জানিয়েছেন।
তবে এই বিষয়ে এখনও পর্যন্ত বিমানবন্দর বা বিমান সংস্থার পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক বিবৃতি পাওয়া যায়নি।
উল্লেখ্য, উর্বশী রাউতেলা প্রায়শই তাঁর বিভিন্ন কর্মকাণ্ড এবং মন্তব্যের জন্য সমালোচিত ও ট্রোলের শিকার হন। নিজের নামে মন্দিরের কথা বলা থেকে শুরু করে কান চলচ্চিত্র উৎসবে ছেঁড়া পোশাক পরা— নানা ঘটনায় তিনি বিতর্কের জন্ম দিয়েছেন। এবার তাঁর ব্যাগ চুরির এই অভিযোগেও নেটিজেনদের একাংশ সন্দেহ প্রকাশ করছেন, যদিও তাঁর ভক্তরা তাঁকে সমবেদনা জানাচ্ছেন এবং দ্রুত ব্যাগটি খুঁজে পাওয়ার আশা প্রকাশ করছেন।
বাংলাফ্লো/এইচএম
Like
Dislike
Love
Angry
Sad
Funny
Wow
Comments 0