Logo

অমিতাভের মা, অভিষেকের স্ত্রী! ‘পা’ নিয়ে অজানা কথা জানালেন বিদ্যা

“অনেকেই সতর্ক করে যে আমার এই সিনেমায় অভিনয় করা উচিত নয়। অনেকে আবার বলেছিলেন, একজন বয়স্ক নারীর চরিত্রে অভিনয় করলে আমার ক্যারিয়ার শেষ হয়ে যাবে।”

ছবি-বাংলাফ্লো

এন্টারটেইনমেন্ট ডেস্ক

ঢাকা: সময়টা ২০০৯ সাল। বলিউডে তখন বিদ্যা বালান জনপ্রিয় নায়িকা। ঠিক সেই সময়েই তাঁর কাছে এমন এক সিনেমার প্রস্তাব আসে, যা শুনে তিনি ভেবেছিলেন পরিচালক হয়তো পাগল হয়ে গেছেন! তাঁকে প্রস্তাব দেওয়া হয়েছিল বলিউড শাহেনশাহ অমিতাভ বচ্চনের মায়ের চরিত্রে অভিনয় করার, যেখানে তাঁর স্বামীর ভূমিকায় থাকবেন অমিতাভের বাস্তব জীবনের ছেলে, অভিষেক বচ্চন! সম্প্রতি বলিউডে ২০ বছর পূর্ণ করার উপলক্ষে এক সাক্ষাৎকারে, সেই সময়ের ভয়, দ্বিধা এবং সাহসের গল্পই তুলে ধরেছেন বিদ্যা বালান।

বিদ্যা জানান, তিনি যখন প্রথম ‘পা’ সিনেমার চিত্রনাট্য শোনেন এবং এই অদ্ভুত কাস্টিং-এর কথা জানতে পারেন, তখন তিনি কিছুই বুঝে উঠতে পারছিলেন না। তিনি বলেন, “অমিতাভ বচ্চনের মায়ের চরিত্রে আমি কীভাবে অভিনয় করব, সেটা আমার মাথাতেই আসছিল না। গোটা বিষয়টাই ভীষণ অদ্ভুত লেগেছিল।”

প্রথমে ভয় পেলেও, সম্পূর্ণ চিত্রনাট্য শোনার পর বিদ্যার মন বদলে যায়। তিনি বলেন, গল্পের গভীরতা এবং অভিনয়ের সুযোগ তাঁকে এতটাই আকৃষ্ট করেছিল যে, তাঁর অভিনয়ের নেশা পেয়ে বসে। তিনি সিদ্ধান্ত নেন, এই সিনেমায় তাঁকে অভিনয় করতেই হবে।

কিন্তু বিদ্যার এই সিদ্ধান্তকে ভালোভাবে নেয়নি ইন্ডাস্ট্রির অনেকেই। তিনি বলেন, “অনেকেই সতর্ক করে যে আমার এই সিনেমায় অভিনয় করা উচিত নয়। অনেকে আবার বলেছিলেন, একজন বয়স্ক নারীর চরিত্রে অভিনয় করলে আমার ক্যারিয়ার শেষ হয়ে যাবে।”

তবে সেই সময়ে কোনো নেতিবাচক কথায় কান দেননি বিদ্যা। তিনি শুধুমাত্র অভিনয়ে মন দিয়েছিলেন। আর তার ফলও পেয়েছিলেন হাতেনাতে। ‘পা’ মুক্তির পর অমিতাভের মা হিসেবে তাঁর অভিনয় ব্যাপকভাবে প্রশংসিত হয়েছিল এবং এটি তাঁর ক্যারিয়ারের অন্যতম সেরা কাজ হিসেবে আজও বিবেচিত হয়। এই একটি সিদ্ধান্তই প্রমাণ করে, তিনি কতটা সাহসী এবং চরিত্রাভিনেত্রী হিসেবে কতটা দক্ষ।

বাংলাফ্লো/এইচএম 

Post Reaction

👍

Like

👎

Dislike

😍

Love

😡

Angry

😭

Sad

😂

Funny

😱

Wow

Leave a Comment

Comments 0