বৃহস্পতিবার, ৪ সেপ্টেম্বর ২০২৫

সুখী দাম্পত্যের রহস্য কী? জানালেন ক্যাটরিনা কাইফ

“আমি কখনো বিনা অনুমতিতে কারো ফোনে হাত দিই না— এমনকি সেটা আমার স্বামীর হলেও না। যদি কোনো ছবি তোলার জন্য ফোন ব্যবহারও করতে হয়, তাহলেও আমি স্ক্রল করে তার অন্য ছবি দেখি না। আমি বিশ্বাস করি, প্রত্যেকেরই কিছু ব্যক্তিগত জায়গা থাকে, যেটা সম্মানের যোগ্য।”

ছবি-বাংলাফ্লো

এন্টারটেইনমেন্ট ডেস্ক

ঢাকা: ২০২১ সালে তাঁদের রাজকীয় বিয়ের পর থেকে বলিউড অভিনেত্রী ক্যাটরিনা কাইফ এবং অভিনেতা ভিকি কৌশল ইন্ডাস্ট্রির অন্যতম জনপ্রিয় এবং চর্চিত দম্পতি। তিন বছরেরও বেশি সময় ধরে তাঁদের সম্পর্কে কোনো মনোমালিন্য বা বিচ্ছেদের গুঞ্জন শোনা যায়নি। কীভাবে তাঁরা এই নিখুঁত বোঝাপড়া বজায় রেখেছেন? সম্প্রতি এক পডকাস্ট অনুষ্ঠানে সেই সুখী দাম্পত্যের মূল মন্ত্রই ফাঁস করলেন ক্যাটরিনা কাইফ।

অভিনেতা আরবাজ খানের সঙ্গে এক আলাপচারিতায় ক্যাটরিনা জানান, পারস্পরিক শ্রদ্ধা এবং একে অপরের ব্যক্তিগত পরিসরকে সম্মান করাই তাঁদের সম্পর্কের মূল ভিত্তি।

তিনি বলেন, “আমি কখনো বিনা অনুমতিতে কারো ফোনে হাত দিই না— এমনকি সেটা আমার স্বামীর হলেও না। যদি কোনো ছবি তোলার জন্য ফোন ব্যবহারও করতে হয়, তাহলেও আমি স্ক্রল করে তার অন্য ছবি দেখি না। আমি বিশ্বাস করি, প্রত্যেকেরই কিছু ব্যক্তিগত জায়গা থাকে, যেটা সম্মানের যোগ্য।”

শুধু ক্যাটরিনাই নন, ভিকি কৌশলও স্ত্রীর প্রতি তাঁর গভীর সম্মান এবং আস্থার কথা বারবার প্রকাশ করেছেন। সম্প্রতি এক সাক্ষাৎকারে ভিকি বলেন, “ক্যাটরিনা আমার প্রতিটি কাজ মনোযোগ দিয়ে দেখে। একজন দর্শকের দৃষ্টিকোণ থেকে গঠনমূলক ফিডব্যাক দেয়। আমি তার কাছে অভিনয় সংক্রান্ত নানা বিষয়ে পরামর্শ নিই। কারণ, সে একেবারেই নিরপেক্ষ অবস্থান থেকে রিভিউ করে।”

একজন আরেকজনের ব্যক্তিগত সীমানাকে সম্মান করা এবং পেশাগত জীবনে একে অপরের সবচেয়ে বড় সমালোচক ও সমর্থক হয়ে ওঠা— এই দুটি গুণই ভিকি ও ক্যাটরিনার সম্পর্ককে এত মজবুত করেছে। তাঁদের এই বোঝাপড়া ভক্তদের কাছে এক অনুকরণীয় দৃষ্টান্ত হয়ে উঠেছে।


 বাংলাফ্লো/এইচএম  

Post Reaction

👍

Like

👎

Dislike

😍

Love

😡

Angry

😭

Sad

😂

Funny

😱

Wow

Leave a Comment

Comments 0