এন্টারটেইনমেন্ট ডেস্ক
ঢাকা: ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী মুমতাহিনা চৌধুরী টয়া যে একজন ভ্রমণপ্রেমী, তা তাঁর ভক্তদের অজানা নয়। কাজের ফাঁকে সুযোগ পেলেই তিনি উড়াল দেন দেশ-বিদেশের নানা প্রান্তে। কিছুদিন আগেই শ্রীলঙ্কায় বেড়াতে যাওয়ার ছবি শেয়ার করে ভক্তদের মুগ্ধ করেছিলেন তিনি। এবার দেশের অন্যতম পর্যটন নগরী কক্সবাজারের সমুদ্রসৈকতে তোলা তাঁর নতুন কিছু ছবি সামাজিক মাধ্যমে উষ্ণতা ছড়াচ্ছে।
কক্সবাজারের নীল সমুদ্র আর নীল আকাশের নিচে তোলা ছবিগুলোতে টয়াকে বেশ প্রাণবন্ত এবং আকর্ষণীয় দেখাচ্ছে। তাঁর ফিটনেস এবং স্বচ্ছন্দ ভঙ্গি ভক্তদের কাছে বরাবরই অনুপ্রেরণার। ছবিগুলো প্রকাশের পরই তাঁর অনুরাগীরা মন্তব্যের ঘরে ভালোবাসা এবং প্রশংসায় ভরিয়ে দিয়েছেন।
ব্যক্তিগত জীবনে টয়া অভিনেতা সৈয়দ জামান শাওন কে বিয়ে করেছেন। এই তারকা দম্পতি প্রায়শই একসঙ্গে দেশ-বিদেশে ঘুরে বেড়ান, আর সেইসব সুন্দর মুহূর্তের ছবি ভক্তদের সঙ্গে ভাগ করে নেন।
উল্লেখ্য, মুমতাহিনা চৌধুরী টয়া ২০১০ সালে ‘লাক্স-চ্যানেল আই সুপারস্টার’ প্রতিযোগিতায় পঞ্চম স্থান অধিকার করে বিনোদন জগতে পা রাখেন। আরেক নন্দিত অভিনেত্রী রুমানা রশিদ ঈশিতা পরিচালিত ‘অদেখা মেঘের কাব্য’ নাটকের মাধ্যমে তাঁর অভিনয়ে অভিষেক হয়েছিল। এরপর তিনি অসংখ্য টেলিভিশন নাটক, টেলিফিল্ম, বিজ্ঞাপন এবং মিউজিক ভিডিওতে কাজ করে দর্শকদের কাছে ব্যাপক জনপ্রিয়তা লাভ করেন।
রাঙ্গামাটিতে জন্মগ্রহণ করা এই অভিনেত্রী তাঁর কাজ এবং ভ্রমণের মাধ্যমে জীবনকে পুরোপুরি উপভোগ করছেন, যা তাঁর ভক্তদের জন্যও এক বড় অনুপ্রেরণা।
বাংলাফ্লো/এইচএম
Like
Dislike
Love
Angry
Sad
Funny
Wow
Comments 0