এন্টারটেইনমেন্ট ডেস্ক
ঢাকা: বর্তমান সময়ের জনপ্রিয় সংগীতশিল্পী ও অভিনেত্রী পারশা মাহজাবীন। গান এবং অভিনয়— দুই জগতেই তিনি সমানতালে নিজের প্রতিভার স্বাক্ষর রাখছেন। সম্প্রতি চ্যানেল আইকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি তাঁর বিয়ে, প্রেম এবং ক্যারিয়ারের ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে খোলামেলা কথা বলেছেন। তিনি জানিয়েছেন, মনের মতো সঙ্গী না পাওয়ায় তিনি এখনই বিয়ে নিয়ে ভাবছেন না এবং সিনেমার নায়িকা হওয়ার জন্যও কোনো তাড়াহুড়ো করতে চান না।
বিয়ে করছেন কবে? এই প্রশ্নের উত্তরে পারশা বলেন, “আমার হয়তো রিকোয়ারমেন্ট অনেক। তাই হয়তো মনের মতো কাউকে পাচ্ছি না। মানুষকে তো কাস্টমাইজ করা যায় না।”
তিনি আরও যোগ করেন, “আমি ধরাবাঁধা কোনো নিয়মে বিশ্বাস করি না। ...এমনও হতে পারে, কোনো একদিন এমন একজনের সঙ্গে আমার ভালো ম্যাচিং হয়ে গেল, যে আমাকে সুন্দরভাবে গ্রহণ করবে, আর আমার জীবনও তার সঙ্গে মানিয়ে যাবে। সেক্ষেত্রে আমি নতুন করে ভাবব।”
গান ও অভিনয়ের মধ্যে কোনটিকে এগিয়ে রাখবেন, এই বিষয়ে পারশা বলেন, “আমি এখনো অভিনয়ে তেমন পারদর্শী নই। গান আমার অন্তরের অংশ। গান ছাড়া আমি অচল।” তিনি জানান, অভিনয়ের জন্য দর্শকের প্রশংসা তাঁকে আরও কাজ করতে অনুপ্রাণিত করে, কিন্তু তিনি নিজেকে সবসময় গানের মানুষ হিসেবেই পরিচয় দিতে স্বাচ্ছন্দ্যবোধ করেন।
পারশা জানান, তিনি বেশ কয়েকবার সিনেমার নায়িকা হওয়ার প্রস্তাব পেয়েছেন, কিন্তু এখনই বড় পর্দায় কাজ করতে চান না। তাঁর ভাষায়, “আমাকে অভিনয়ে আরও দক্ষ হতে হবে। সিনেমা করার জন্য আলাদা করে শিখতে হবে। নাটক থেকেই আমি শিখতে চাই। শিখেই একসময় সিনেমা করব। এ জন্য আমাকে সময় নিতে হবে। কোনো কিছু নিয়েই আমার তাড়াহুড়া নেই।”
পারশা মাহজাবীনের এই পরিণত দৃষ্টিভঙ্গি প্রমাণ করে, তিনি জনপ্রিয়তার স্রোতে গা না ভাসিয়ে, বরং নিজেকে প্রস্তুত করেই দীর্ঘমেয়াদী ক্যারিয়ারের পথে হাঁটতে চান।
বাংলাফ্লো/এইচএম
Like
Dislike
Love
Angry
Sad
Funny
Wow
Comments 0