এন্টারটেইনমেন্ট ডেস্ক
ঢাকা: প্রথমবারের মতো ঢাকায় এসেই আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছেন পাকিস্তানের জনপ্রিয় অভিনেত্রী হানিয়া আমির। গত শনিবার (২০ সেপ্টেম্বর) সন্ধ্যায় ঢাকায় আয়োজিত এক জমকালো অনুষ্ঠানে মধ্যমণি ছিলেন তিনি। আর সেখানেই এক চমকপ্রদ মুহূর্তে, বলিউড বাদশা শাহরুখ খানের চেয়ে ঢাকাই সুপারস্টার শাকিব খানকেই বেছে নিয়ে তিনি দর্শকদের মন জয় করে নেন।
অনুষ্ঠানের এক পর্যায়ে, মঞ্চে হানিয়া আমিরকে দুই কিং খান— শাহরুখ খান এবং শাকিব খানের ছবি দেখিয়ে, তাঁদের মধ্যে থেকে একজনকে বেছে নিতে বলা হয়। এই প্রশ্নে দর্শকাসনে যখন টানটান উত্তেজনা, তখন হানিয়া আমির শাকিব খানের নাম বলেন। তাঁর এই উত্তরে উপস্থিত দর্শকরা উচ্ছ্বাসে ফেটে পড়েন।
সামাজিক মাধ্যমে এই ভিডিওটি ছড়িয়ে পড়ার পর, অনেকেই মন্তব্য করেন যে, হানিয়া হয়তো বাংলাদেশি দর্শকদের খুশি করার জন্যই শাকিবের নাম বলেছেন।
কিন্তু, শাকিবের নাম বলার পরপরই হানিয়া এর কারণটিও স্পষ্ট করে দেন। তিনি উচ্ছ্বাসের সঙ্গে বলেন, “আমার মনে হয় আপনারা শাকিব খানকেই বেশি পছন্দ করেন।”
তাঁর এই একটি বাক্যেই পরিষ্কার হয়ে যায়, তিনি নিজের পছন্দের চেয়েও, বাংলাদেশের দর্শকদের ভালোবাসা এবং আবেগকে সম্মান জানিয়েই এই উত্তরটি দিয়েছেন। হানিয়ার এই বুদ্ধিদীপ্ত এবং বিনয়ী জবাবে মুগ্ধ হয়েছেন নেটিজেনরা।
উল্লেখ্য, হানিয়া আমির ঢাকায় একটি বিশেষ অনুষ্ঠান এবং একটি ফটোশুটে অংশ নিতে এসেছেন। এর আগে, ফুড ব্লগার রাফসানের সঙ্গে তাঁর ফুচকা খাওয়ার একটি ভিডিও ভাইরাল হয়েছিল।
বাংলাফ্লো/এইচএম
Like
Dislike
Love
Angry
Sad
Funny
Wow
Comments 0